Ananya Guha: ‘মিঠাই’-এর ‘পিঙ্কিজি’ ঘুম কেড়েনিলেন নেট ভক্তদের, গোলাপি রঙের ছোট পোশাকে

Published By: Khabar India Online | Published On:

সোশ্যাল মিডিয়ায় অনন্যা গুহ (Ananya Guha) খুব অ্যাকটিভ। জি বাংলার গেম শো ‘দিদি নং ওয়ান’-এ তাঁর বাবার সাথে উপস্থিত হয়েছিলেন অনন্যা। শোয়ের সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) বলেন, সারাদিনে অনেকগুলি পোস্ট করেন অনন্যা। তাঁর বিশেষ বন্ধু সুকান্ত কুন্ডু (Sukantu Kundu)-র ইউটিউব ভ্লগেও প্রায়ই অনন্যার দেখা পাওয়া যায়। সপ্তাহান্তে অনন্যা শেয়ার করেছেন একটি ইন্সটাগ্রাম রিল।

অনন্যার শেয়ার করা রিলের শুরুতে তাঁর পরনে দেখা যায় ফুশিয়া পিঙ্ক রঙের সিকুইনড ড্রেস। ড্রেসটি শর্ট। অফ শোল্ডার ড্রেসের সঙ্গে কালো রঙের রাফলড হ্যান্ড গ্লাভস ব্যবহার করেছেন।উজ্জ্বল মেকআপ করেছেন। গোলাপি রঙের লিপস্টিক ঠোঁটে। কানে রয়েছে সোনালি রঙের জাঙ্ক ইয়ারিং। চুল খোলা আছে।

আরও পড়ুন -  Sarmistha Acharjee: জনপ্রিয় টেলি নায়িকা অন্তর্বাস পরে ক্যামেরার সন্মুখে স্নান করলেন

অনন্যাকে দেখা যায় রূপোলি রঙের সিকুইনড ড্রেসে। ড্রেসের উর্ধ্বাংশে রয়েছে একটি নুডল স্লিভড ব্রালেট এবং নিম্নাংশে আছে ট্রাউজার। পায়ে আছে অ্যানিম্যাল প্রিন্টেড হাই হিল স্যান্ডেল। অনন্যার পরনের ড্রেসগুলি ডিজাইন করেছে ‘কেজারি’ ক্লোদিং ব্র্যান্ড। অভিনেত্রী সোহিনী স্যান্যাল (Sohini Shanyal) অনন্যার রিলের প্রশংসা করে লিখেছেন ‘উফ’ কথাটি। জুড়েছেন অনেকগুলি আগুন এবং লাল রঙের হার্ট ইমোজি। অনন্যাও আগুনের ইমোজি পোস্ট করেছেন।

আরও পড়ুন -  কোমর এর খেল দেখালেন কোমল চৌধুরী, ফ্যানরা নিয়ন্ত্রণহীন

এই বছর উচ্চ-মাধ্যমিক পাশ করেছেন। এবার মিডিয়া সায়েন্স নিয়ে পড়ার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু অভিনয়ই অনন্যার প্রথম প্রায়োরিটি। শিশুশিল্পী হিসাবে ইন্ডাস্ট্রিতে পা রাখলেও অনন্যা পরিচিতি পেয়েছিলেন জি বাংলার ধারাবাহিক ‘কৃষ্ণকলি’-তে মুন্নির চরিত্র দিয়ে।

আরও পড়ুন -  ঘুম উড়ল দর্শকদের এই ওয়েব সিরিজ দেখে, ভিডিও দেখুন

তিনি জানিয়েছেন, খল চরিত্রে অভিনয় করতে ভালো লাগে। ‘মিঠাই’-এ অনন্যাকে পিঙ্কিজীর চরিত্রে দেখা গিয়েছিল। এখন তিনি স্টার জলসার ধারাবাহিক ‘তুঁতে’-তে অভিনয় করছেন।

 

View this post on Instagram

 

A post shared by Ananya Guha (Munni) (@reel_ananya)