Priyanka-Nick: নিক ও প্রিয়াঙ্কা গাড়িতে ‘চুলোচুলি’, অভিনেত্রী ওহঃ করে উঠলেন

Published By: Khabar India Online | Published On:

প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের সাথে হলিউডে জনপ্রিয়তা কিছু কম নয়। আমেরিকান গায়ক নিক জোনাসের সাথে বিয়ের পর আরও পরিচিতি পেয়েছেন।

সোশ্যাল মিডিয়ার পাতায় বা নেট ভক্তদের কাছে তারকা জগৎ-এর অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপেল। প্রায় নেটমাধ্যমে চর্চায় চলে আসেন।গতবছরেই সারোগেসির মাধ্যমে অভিভাবক হয়েছেন তারকা জুটি। সেই নিয়েও তখন চর্চায় ছিলেন প্রিয়াঙ্কা-নিক। এখন নিজেদের একটি ভাইরাল হওয়া ভিডিওর সূত্র নিয়ে সোশ্যাল মিডিয়ার পাতায় নেট ভক্তদের কাছে চর্চিত হচ্ছেন তারকা জুটি।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

গত শনিবার উইম্বলডনে মহিলাদের ফাইনাল টেনিস ম্যাচ দেখতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক। তার সেই একাধিক ঝলক নিজেরাই সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন। সেইসমস্ত ঝলকই ভাইরাল একাংশের কাছে।ঝলকগুলোর মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে অভিনেত্রীর শেয়ার করে নেওয়া একটি ঝলক। গাড়ির মধ্যেই এই দুজনের চুলোচুলি করতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন -  সাজা ঘোষণা আগেই, শৌচালয় থেকে পালালো আসামি !

ঝলকে প্রিয়াঙ্কা এবং নিককে গাড়িতে বসে থাকতে দেখা গেছে। সেখানেই অভিনেত্রীর পনিটেল খোলার চেষ্টা করছিলেন নিক। তার প্রচেষ্টা দেখে বেশ মজাই পাচ্ছিলেন অভিনেত্রী। একবার চুলে টান লাগায় ওহঃ করে উঠেছিলেন তিনি। সেই ঝলকই রীতিমতো নজর টেনেছে। সেই মুহূর্ত কে পছন্দ করেছেন তাদের ভক্তরা। অনেকে প্রার্থনা করেছেন নিকের মতো বর যেন সবার ঘরে ঘরে আসে।

 

View this post on Instagram

 

A post shared by Nick Jonas (@nickjonas)

সাথে নিক জোনাসের শেয়ার করে নেওয়া ঝলকে তাদের একটি সেলফি রয়েছে। আছে টেনিস মাঠের ঝলকও। সাথে ট্রফি নেওয়ার ঝলকের সাথে ট্রফির সামনে দাঁড়িয়ে ছবিও তুলতে দেখা গিয়েছে।এদিন অভিনেত্রীকে কালো এবং সবুজের মিশ্রণে একটি পোশাক পড়েছিলেন। কালো স্ল্যাক্স পরেছিলেন তিনি। সাথে ছিলো সাদা স্টাইলিশ ব্যাগ। নিকের পরনে ছিল সাদা শার্ট এবং বেইচ রঙের ব্লেজারপ্যান্ট। এখন নেট ভক্তরা এই নিয়ে মশগুল।

আরও পড়ুন -  বেডরুম রোম্যান্স মোনালিসা এবং পবন সিং, নিজেকে সামলাতে পারবেন না, একলা দেখুন, VIDEO