ওয়েব সিরিজটি শরীরের তাপমাত্রা আরও বাড়িয়ে দেবে, একলা দেখুন ভিডিওর ঝলক

Published By: Khabar India Online | Published On:

এখন এই ব্যস্ততার সময়ে মানুষের হাতে সময় একদম নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হলে যাবার মতন সময় সর্বদা থাকে না সাধারণদের।সেই জন্যই এখনকার এই প্রজন্ম ঝুঁকছে ওয়েব সিরিজের পিছনে। বাড়িতে বসে আরাম করে নিজেদের ফোনে বা টিভিতে সিনেমা কিংবা ওয়েব সিরিজ দেখাই বেশি পছন্দ করছেন।

লকডাউনের পর থেকে এই মুহূর্তে ওবেব প্ল্যাটফর্মগুলির দর্শক সংখ্যা হু হু করে বেড়ে চলেছে।সেক্ষেত্রে নিজেদের দর্শকদের মন রাখতে ওয়েব প্ল্যাটফর্মগুলিও একের পর এক বোল্ড ওয়েব সিরিজ নিয়ে হাজির হচ্ছে।

আরও পড়ুন -  এই সুন্দরী উল্লুর ওয়েব সিরিজে আতঙ্ক তৈরি করেছেন, সাহসিকতার সমস্ত সীমা পার করেছেন

সেই প্লাটফর্মগুলির মধ্যে ‘উল্লু’ প্রথম সারি। সম্প্রতি,সেই প্ল্যাটফর্মেরই একটি সিরিজের কিছু বোল্ড ঝলক ভাইরাল। সেই কথা নিয়ে এখন চর্চায় আছে, ‘জালেবি বাই’।

উল্লুর এই জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জালেবি বাই’। ৩’টি সিরিজই বেজায় জনপ্রিয় বর্তমান নেট দর্শকদের কাছে। সিরিজের অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় ঋদ্ধিমা তিওয়ারিকে। নেট ভক্তদের কাছে পর্দার সাহসী অভিনেত্রী হিসেবেই বিপুল পরিচিতি পেয়ে গেছেন। বোল্ড জালেবি বাইয়ের চরিত্রে তার অভিনয় রীতিমতো উষ্ণতা আরও বাড়িয়ে দিয়েছে নেট ভক্তদের কাছে। এখন সেই দেখে ঘাম ঝরছে নেট ভক্তদের। ভুলেও এই সিরিজের কোনো দৃশ্য পরিবারের সদস্যদের সামনে কখনোই চালাবেন না। চালালে লজ্জার সীমা থাকবে না।

আরও পড়ুন -  ডার্বি জয় সবুজ মেরুণের

এই ওয়েব সিরিজের গল্প এই রকম, সিরিজে ঋদ্ধিমা তিওয়ারি একজন লোভী মহিলা, তিনি টাকার জন্য সব কিছু করতে পারেন। সেক্ষেত্রে টাকার জন্য পর্দায় যেকোনো যার সাথে জালেবি ভাবিকে শারীরিক সম্পর্কে জড়াতে দেখা গেছে।

যেমন- দেওর, শ্বশুর এবং জামাইবাবু সকলের সাথেই শারীরিক সম্পর্কে জড়িয়েছেন সিরিজের পর্দায়। উল্লেখ্য, এই সিরিজে অভিনেত্রীকে একাধিক দৃশ্যে প্রয়োজনের থেকে অতিরিক্ত বোল্ড হতে দেখা গেছে। সেইসমস্ত দৃশ্য দেখলে লজ্জা লাগবে।এখন সেইসমস্ত দৃশ্যেরই কিছু ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। তার সূত্র নিয়ে কথা চলছে,পর্দার জালেবি ভাবি মানে ঋদ্ধিমা তিওয়ারি। উল্লেখ্য, এখন প্রজন্মের মধ্যে নেহাতই অপরিচিত নন অভিনেত্রী। ঋদ্ধিমা তিওয়ারির সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সব কিছু আলোর মতন পরিষ্কার হয়ে যাবে।

আরও পড়ুন -  প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকাল উদ্যোগে আধ্যাত্মিক ধর্মগুরুদের সমর্থন