Ishaa Saha: অন্তর্বাস না পরেই ছবি শেয়ার করেছেন ইশা সাহা!

Published By: Khabar India Online | Published On:

একগুচ্ছ প্রোজেক্ট ইশা সাহা (Isha Saha)-র হাতে রয়েছে। কিন্তু তা বলে সোশ্যাল মিডিয়ায় নিজের আপডেট দিতে ভোলেন না।নতুন ফটোশুটের ঝলক নেট ভক্তদের সাথে প্রায়ই শেয়ার করে নেন ইশা। সপ্তাহান্তে আবারও নতুন ফটোশুটের ঝলক শেয়ার করলেন ইশা। এবার অতিরিক্ত সমালোচনার কারণে ছবির কমেন্ট সেকশন অফ করে রেখেছেন।

শুক্রবার ইশা ইন্সটাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিগুলিতে ইশার পরনে রয়েছে একটি স্লিভলেস ড্রেস। ড্রেসটি ফ্লোরাল প্রিন্টেড। অফ হোয়াইট ড্রেসটি দেখলে ওভারসাইজড মনে হতে পারে। পোশাকের সাথে অন্তর্বাস পরেননি ইশা। পোশাকের ডিপ নেকলাইনের কারণে তাঁর ক্লিভেজ সম্পূর্ণ উন্মুক্ত থাকলেও গঠনগত ত্রুটি রয়েছে। ড্রেসটির কোমরের কাছে রয়েছে ইলাস্টিক। নিচের অংশ ফ্লেয়ারড। ড্রেসটি যথেষ্ট শর্ট এবং ঢিলেঢালা। ড্রেসের সাথে কোনো মেকআপ করেননি ইশা। চোখ আবৃত রেখেছিলেন কালো রঙের সানগ্লাসে। একবার তাঁকে দেখা যাচ্ছে হাসিতে ফেটে পড়ছেন, কখনও আবার আনমনা। চোখ থেকে একবারের জন্যও সরাননি সানগ্লাস। খোলা রয়েছে চুল। ছবিগুলি তোলা হয়েছে একটি পোশাক বিপণির ট্রায়াল রুমে। ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে সানগ্লাস পরা ইমোজি পোস্ট করেছেন ইশা।

আরও পড়ুন -  Suvendu Adhikari: বিশ্বকাপে পাকিস্তানের হারে কটাক্ষের সুর, শুভেন্দু অধিকারী

ছোট পর্দায় ‘ঝাঁজ লবঙ্গ ফুল’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ হয়েছিলো।তারপর একের পর এক ফিল্ম এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। সাম্প্রতিক কালে ইশা অভিনীত ফিল্ম ‘ঘরে ফেরার গান’ বক্স অফিসে অসফল। কিন্তু প্রশংসিত হয়েছে বাংলা ওয়েব সিরিজ ‘ইন্দু 2’-এ অভিনয়ের জন্য।

আরও পড়ুন -  Ananya Guha: শ্যুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, অভিনেত্রী অনন্যা

আগামী দিনে ইশাকে দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleswar Mukherjee) পরিচালিত ফিল্ম ‘একটু সরে বসুন’-এ। তাছাড়া কৌশিক গাঙ্গুলী (Koushik Ganguly) পরিচালিত ফিল্ম ‘অসুখ-বিসুখ’-এ রয়েছেন ইশা সাহা।

 

View this post on Instagram

 

A post shared by Ishaa Saha (@ishaasaha_official)