অন্যপুরুষের সঙ্গে চরম রোমান্স স্বামীকে ছেড়ে, সাহসী দৃশ্যে ভরপুর ওয়েব সিরিজটি

Published By: Khabar India Online | Published On:

অনেকেই জানি যে, voovi খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়েছে। এই সপ্তাহে পোস্টার লঞ্চ হয়েছে। voovi অ্যাপে ‘পেয়ার ইধার উধার ওয়েব সিরিজ’ দেখা যাচ্ছে।এই ওয়েব সিরিজের ৬ টি পর্ব প্রকাশিত হয়েছে। সব পর্বগুলি নানান ভাবে আনন্দ দেবে।

এই সিনেমাগুলি দেখার সময় একলা দেখতে হবে। বাড়ির সকলের সামনে এগুলো মোটেই দেখতে পারবেন না। এখানে কখন কি ঘটে যাবে জানতে পারবেন না। টান টান উত্তেজনায় ভরা প্রত্যেকটি সিরিজ। গল্পের প্রতিটি পদে পদে রয়েছে রোমান্স। রোমান্টিক দৃশ্যগুলি সাথে উত্তেজনারময় দৃশ্যগুলি।এখানে যারা অভিনয় করেন তারা যে অত্যন্ত পাকা খেলোয়াড় তা দেখলে বুজতে পারা যায়। এখানে অভিনেত্রী এবং অভিনেতারা এই রকম দৃশ্য করতে অভ্যস্ত।

আরও পড়ুন -  Earthquake in Indonesia: ৭ মাত্রার ভূমিকম্প ইন্দোনেশিয়ার জাভায়

এদেরকে খুব একটা অন্যান্য সিনেমা মানে মেইনস্টাইনের সিনেমাতে দেখতে পাওয়া যায়। এনারা মূলত এই ধরনের সিনেমা করবেন বলেই তারা নিজেদেরকে সেই ভাবে ট্রেন করেছেন।

কিছু সময় টেলিভিশনের পর্দায় এই ধরনের সিনেমাগুলি দেওয়া যায় না সে ক্ষেত্রে এই ধরনের কিছু ওয়েব সিরিজ আছে যেগুলো কিন্তু দেখতে গেলে আপনার মোবাইল ফোনের সাহায্য নিতে হবে। এরপর সেখান থেকেই সাবস্ক্রান করতে হবে।তারপর এই প্লাটফর্মের সিনেমাগুলি দেখতে পারবেন। কিছুদিন আগে ট্রেলার রিলিজ হয়ে যায়। ট্রেলার দেখেই গল্পের খানিকটা বুঝতে পেরে যাবেন, এর পরেই সাবস্ক্রিপশন করে দেখে নিতে পারেন।

আরও পড়ুন -  CDS Bipin Rawat: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় দেশের সর্বাধিনায়ককে, সস্ত্রীক বিপিন রাওয়াত

ওয়েব সিরিজে তিন অভিনেত্রী আছেন, রুকস খন্ডাগালে। যদি ওয়েব সিরিজ দেখে থাকেন, তবে দেখবেন তাহলে নিশ্চয়ই জানেন, যে পুরো এক বছর পর এই ওয়েব সিরিজে দেখা গেল রুকস খন্ডাগালেকে। গত বছর ‘ভুভি’ অ্যাপে তার একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছিলো।

এখন আবার আমরা রুকস খন্ডগালেকে একটি নতুন ওয়েব সিরিজ দেখতে পাবো। ওয়েব সিরিজটিকে হিট করার জন্য রুকস খন্ডগালে এই নামটিই যথেষ্ট। তার অসাধারণ অভিনয় দেখার জন্য সকলে অপেক্ষায় থাকেন। ‘প্যার ইধার উধার’ পার্ট টু দুই বন্ধুর গল্প। তারা কিছু না জেনেই একে অপরের স্ত্রীর সাথে রোমান্সের সম্পর্কে গভীরে চলে যায়।

আরও পড়ুন -  Hot Videos: দেশি ভাবী স্লিভলেস ব্লাউজ পরা হট ভিডিও শেয়ার করেছেন, বাচ্চাদের সামনে ভুলেও দেখবেন না

Voovi অ্যাপ প্রকাশের তারিখ 26 মে 2023। ক্রেডিট দেওয়া যায় ভুভি অরিজিনালস। পরিচালক এসএসকে, প্রধান কাস্ট রুকস খন্ডগালে। ভাষা হিন্দি ও বহু ভাষা পেয়ার ইধার উধার পার্ট 2 ভুভি ওয়েব সিরিজ কাস্ট করা হয়েছে। রুকস খন্ডগালে, তক্ষ নারাং, নেহা গুপ্তা এবং অনিরুদ্ধ প্রতাপ সিং অসাধারণ অভিনয় করেছেন।