স্বপ্না চৌধুরী লাল স্কার্ফ হাওয়াতে নাড়িয়ে নাচ দেখালেন, দর্শকরা হা করে দেখলেন

Published By: Khabar India Online | Published On:

স্বপ্না চৌধুরীকে যারা চেনেন তারা জানবেন, একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পী।সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই সক্রিয়। প্রায়ই নিজের একাধিক ছবি এবং ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি এই প্রজন্মের কাছে বেশ পরিচিত, আর বলার দরকার পড়ে না।

সম্প্রতি, ইনস্টাগ্রামের সূত্র ধরেই নিজের একটি ঝলক শেয়ার করে নিয়েই এখন তিনি চর্চিত হলেন।

আরও পড়ুন -  Video: গোপন জিনিস দেখিয়ে নাচ করলেন মুসকান বেবি, সেই নাচ দেখেই ঘামলেন ভক্তরা

নেট জগতে তার অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। শেয়ার করা ছবি এবং ভিডিওর কমেন্টবক্সে গেলে, সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে। প্রায় সকলেই অভিনেত্রীর শেয়ার করা যেকোন ছবি এবং ভিডিও দেখে মুগ্ধ হন। তারা প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। প্রসঙ্গিত কোন পোস্টই নজর এড়ায় না নেটদর্শকদের।সম্প্রতি তার শেয়ার করে নেওয়া ঝলক ভাইরাল হতেই তিনি একাংশের মাঝে চর্চিত।

সম্প্রতি স্বপ্না চৌধুরী নিজের সাম্প্রতিক একটি অনুষ্ঠানের ঝলক শেয়ার করে নিয়েই চর্চিত হচ্ছেন নিজের অনুরাগীদের কাছে। অনুষ্ঠানের জায়গায় পৌঁছানো থেকে শুরু করে স্টেজে ওঠা সাথে সেখান থেকে নেমে আসাও ধরা পড়েছে এই ঝলকে। সাথে রয়েছে সাজগোজের ঝলকও। এদিন নিজের গানের সাথেই রিল বানিয়ে ছিলেন স্বপ্না। লাল সালোয়ার স্যুটে ‘সুরমা লাপেটে’র তালেই মঞ্চ মাতিয়ে ছিলেন। সেখানে উপস্থিত সকল দর্শকরাই তাকে দেখে উচ্ছ্বসিত ছিলেন, ঝলকে নজর রাখলে স্পষ্ট। এখন স্বপ্না চৌধুরী নিজের এই শেয়ার করে নেওয়া ইনস্টারিলের সূত্র ধরেই একাংশের নজর নিজের দিকে আকর্ষণ করেছেন।

আরও পড়ুন -  ‘আর কত রাত একা থাকবো’, জনপ্রিয় গান গাইলেন অভিনেত্রী দেবশ্রী রায়, ভিডিও ভাইরাল