Senior Citizen FD: ১০ বছরের কম সময়ে টাকা হবে দ্বিগুন, স্টেট ব্যাঙ্কের এই স্কিমে

Published By: Khabar India Online | Published On:

চাকুরিজীবীদের জন্য পেনশন ব্যবস্থা চালু ছিল একটা দীর্ঘ সময়। সরকারি এবং অনেক বেষকরকারী সংস্থায় কর্মরত নাগরিকরা রিটায়ারমেন্ট-এর পরেই ভরণপোষণের জন্য একটি মাসিক ভাতা পেতেন। সেই যোজনকে পেনশন যোজনা বলা হয়। সাম্প্রতিক সময়ে পেনশন ব্যবস্থা অনেক সরকারি চাকরির ক্ষেত্রেও পেনশন ব্যবস্থাকে থিতু করেছে সরকার। এর ফলে বহু সরকারি এবং বেসরকারি চাকুরিজীবী সাথে ব্যবসায়ীর ক্ষেত্রে অবসর জীবনের জন্য চিন্তাভাবনা শুরু হয়।

আরও পড়ুন -  Free Treatment by Modi Government: মোদী সরকারের প্রকল্পে প্রবীণ নাগরিকদের জন্য ৫ লক্ষ টাকার ফ্রি চিকিৎসা সুবিধা, দীপাবলিতে বিশেষ উপহার

তার মাঝেই আছে নানারকম বিনিয়োগের ব্যবস্থা। নানান স্কিমে কর্মরত অবস্থায় মাসিক কিছু টাকা বিনিয়োগ করলেই অবসরকালীন জীবনে ওখান থেকে মাসিক পেনশনের ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে অনেকেই বিনিয়োগের কথা ভাবার আগেই আতঙ্কিত হন। তার কারণ কষ্টের উপার্জনের টাকা যদি ডুবে যাওয়ার ঘটনা দেশে অনেকবারই হয়েছে।

তাতে কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন চিটফান্ড-এ বিনিয়োগ করে।

State Bank of India -এ এমন একটি বিশেষ স্কিম চালু আছে প্রবীণ নাগরিকদের জন্য। সেটি হল সিনিয়র সিটিজেন টার্ম ডিপোজিট স্কিম (Senior Citizen Term Deposit Scheme)। এই স্কিমে অবসর জীবনে কোন মোটা টাকা জমা দিতে পারেন। আর সেখানে সুদের হার অন্যান্য টার্ম স্কিমের থেকেও ভালো। প্রবীণ নাগরিকরা এই স্কিমে ৭.৫% সুদ পান। প্রবীণ নাগরিকরা ৫ থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিট স্কিমে SBI We-Care Deposit Scheme-এর অধীনে অতিরিক্ত ০.৫% সুদ পেয়ে থাকেন।

আরও পড়ুন -  IND Vs PAK: পাকিস্তানে খেলতে যাবে ভারত ১৭ বছর পর! বাহরাইনে জরুরী বৈঠকে জয় শাহ

যদি কোনো প্রবীণ নাগরিক স্টেট ব্যাঙ্কের এই স্কিমে ১০ বছরের জন্য ১০ লক্ষ টাকা জমা করেন, হিসেব অনুযায়ী ওই প্রবীণ বিনিয়োগকারী বার্ষিক ৭.৫% সুদের হারে ম্যাচিউরিটির সময় মোট ২১,০২,৩৪৯ টাকা পাবেন। এখানে সুদ থেকে ১১,০২,২৪৯ টাকা বেশি রিটার্ন পাবেন। স্কিমটি বয়স্ক মানুষদের জন্য ভীষণ উপযোগী বিনিয়োগ।

আরও পড়ুন -  সেক্সি মোনালিসা শাড়িতে, নেচে ভক্তদের হৃদয়ে তুললেন ঝড়, VIDEO দেখুন