এই সুন্দরী, ‘তেরে বাস্তে’, ফাঁকা ঘরে নেচে সকলের মন ভরিয়ে দিলেন, Dance Video

Published By: Khabar India Online | Published On:

এখনকার দিনে সোশ্যাল মিডিয়া এই প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম হয়েছে। এই সোশ্যাল মিডিয়ার হাত ধরে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে চলে যাচ্ছেন কয়েক মুহূর্তে।

অবশ্য ফলও পাচ্ছেন। এই যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় নিচ্ছে না। যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সবার মাঝে,তিনি সফল হন। এটা এখন আর বলার দরকার নেই।

আরও পড়ুন -  Haryanvi Dance: রচনা তিওয়ারির নাচ ৪৪০ ভোল্ট, নীল স্যুট পরে সিল্কি-সিল্কি নাচলেন

যেমন- নিজের গান, নাচ, আঁকা বা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার হাত ধরে। সম্প্রতি তেমনি কামেশ্বরী শাউ নামের এক যুবতী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়েই পৌঁছে গিয়েছেন বহু মানুষের সামনে। পরিচিতি অর্জন করেছে নেটজনতার একাংশের কাছে। সোশ্যাল মিডিয়া এই প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়েছে ঘরে বসে।

আরও পড়ুন -  ডেটে যাওয়ার লোভে কুকুর ছানা দত্তক নিয়েও খুন করলেন ‘রেড ভলেন্টিয়ার’ শশাঙ্ক, ক্ষুব্ধ শ্রীলেখা

ভিকি কৌশল এবং সারা আলি খান অভিনীত ‘জারা হাটকে জারা বাচকে’ ছবিটি বেশ মনে ধরেছে নেট দর্শকদের। ছবিতে ভিকি এবং সারার রসায়নের সাথে ছবির প্রতিটি গান মানুষের মনে দাগ টেনেছে। ট্রেন্ডিং হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেও।

সেই ট্রেন্ডিং গানের তালে তাল মিলিয়েই নেটনাগরিকদের একাংশের নজর টেনেছেন কামেশ্বরী শাউ।উল্লেখ্য, ছবির অন্যতম জনপ্রিয় গান ‘তেরে বাস্তে’র সাথেই দক্ষ নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে কামেশ্বরীকে। নিজের নাচের স্টুডিওতেই এই নাচের ঝলক শুট করেছিলেন। সবে মাত্র দুই সপ্তাহ আগে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে নিজের নাচের এই ঝলক শেয়ার করে নিয়েই আপাতত একাংশের মাঝে প্রশংসিত হলেন কামেশ্বরী। উল্লেখ্য,’তেরে বাস্তে’ গানটি ছবিতে বরুণ জৈন, সচিন-জিগার, শাদাব ফারিদি, আলতামাশ ফারিদির মিলিত কন্ঠেই শোনা গিয়েছে এই গান।

আরও পড়ুন -  মদের দোকানে লুটপাটের ঘটনায় চাঞ্চল্য