Jeetu-Nabanita Divorce: জিতু ও নবনীতার পথ আলাদা শেষ পর্যন্ত, অভিনেতা বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন

Published By: Khabar India Online | Published On:

অনেকবার বিচ্ছেদের খবর উঠে এসেছে টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি জিতু কমল এবং নবনীতা দাসের মিডিয়ায়। প্রতিবারই সেই বিচ্ছেদের কথা উড়িয়ে দিয়েছিল জুটি। কিন্তু এবার গুজব নয়, সত্যি সত্যিই একে অপরের থেকে বিচ্ছেদ নিচ্ছেন জিতু-নবনীতা। বৃহস্পতিবারই নিজেদের একটি ছবি শেয়ার করে সেকথা জানিয়েছেন খোদ অভিনেত্রী। এবার বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলেছেন জিতু কমল।

জিতুর সাথে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “টেবিলে আর দুটো করে প্লেট থাকবেনা… একজনের জন্য বানানো গ্রীন টি আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবেনা…।

আরও পড়ুন -  Betel Leaves: আপনি পান খেতে ভালো বাসেন, দেখে নিন এর ফলাফল

টাওয়েল শেয়ার হবেনা, সানস্ক্রিন ভাগাভাগি হবেনা….কিছুই আর একসাথে হবেনা…তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো, গ্যাস বুকিং থেকে মেডিক্লেম পে সবটাই শিখিয়ে দিয়েছো..লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিলো..তাও নিজে একটু চেষ্টা করলাম। তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দুজন দুজনের সাথে ভালো নেই…..প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক… ভালো থাকো জিতু কমল”।

আরও পড়ুন -  উল্লুর সর্বশেষ ওয়েব সিরিজ 'সবক ইশক কা'-এ সামাজিক সীমানার সমস্ত বেড়া ভেঙে গেল

অভিনেত্রীর পোষ্টের কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেতাও। অভিনেত্রীকে নিয়ে করা একটি পুরনো পোস্ট শেয়ার করেই তিনি লিখেছিলেন, “তোমায় শুরুতেও আগলেছি, আজও আগলাবো..
আগামীতে তাই করবো….
বাচ্চা বউ
মিডিয়া বন্ধুদের কাছে ক্ষমাপ্রার্থী
একটু বোঝো তোমরা”

জিতু এবং নবনীতার বাস্তব জীবনের জুটি বেশ পছন্দ ছিল নেট ভক্তদের। কয়েকদিন ধরেই তাদের বিচ্ছেদের খবর কানাঘুষো শোনা গেলেও সেভাবে পাত্তা দেননি। হঠাৎ বৃহস্পতিবার অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পোস্ট সবটা পরিষ্কার করে দিলো। নিশ্চিত করেছে তাদের বিচ্ছেদের খবরও। জানা গিয়েছে, শেষ তিনমাস আলাদাই থাকছিলেন তারা। বিচ্ছেদের আইনি প্রক্রিয়াও এগিয়েছে। এখনো পর্যন্ত পুরোপুরি বিবাহ বিচ্ছেদ ঘটেনি জিতু-নবনীতার। বিয়ের পর থেকেই চুটিয়ে সংসার করেছেন টলিপাড়ার এই জনপ্রিয় জুটি। একাধিক ঝলক রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই।

আরও পড়ুন -  German Chancellor: চীনকে, জার্মান চ্যান্সেলরের অনুরোধ, রাশিয়ায় অস্ত্র না পাঠাতে