West Bengal Rain Forecast: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, নিম্নচাপের হুংকার

Published By: Khabar India Online | Published On:

পুরো বাংলা জুড়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবলভাবে সক্রিয় আছে। আগামী কয়েক দিন তুমুল বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গে। এখন একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত।

এই অক্ষরেখার ফলেই আগামীকাল থেকে কয়েক দিন পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। যেমন-কলকাতা,হাওড়া,হুগলি, ঝাড়গ্রাম,পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর,পুরুলিয়া,পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টিপাত হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে।

আরও পড়ুন -  Weather Update: ভারী বৃষ্টি দক্ষিণের কয়েকটি জেলাতে, সপ্তাহের শুরুতেই

প্রত্যেকটি জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সাথে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সর্বাধিক ১১০ মিলিলিটার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অপরদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।

মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। আরো ছয়টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। শনিবারে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ২ জুলাই ২০২৩ কলকাতা, হাওড়া,হুগলি,ঝাড়গ্রাম,পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া,পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর,বাঁকুড়া,নদিয়া ও মুর্শিদাবাদ সহ সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন -  Monsoon 2023 Bengal Arrival: শেষ পর্যন্ত বাংলা জুড়ে আসছে বর্ষা, এবার গরম থেকে মুক্তি পাবে দক্ষিণবঙ্গ

রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই কয়েকদিন। ২ জুলাই পর্যন্ত এই ধরনের আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন -  Weather Update: বর্ষার খবর এল! তীব্র গরম থেকে মিলবে কি মুক্তি?