সততা নিয়ে গবেষণায়, অসততা বিজ্ঞানীর, হার্ভাডের প্রখ্যাত বিজ্ঞানী।
যুক্তরাষ্ট্রের হার্ভাডের প্রখ্যাত বিজ্ঞানী অধ্যাপক ফ্রান্সেসকা জিনোর গবেষণায় তথ্য জালিয়াতির অভিযোগ উঠেছে সততা নিয়ে গবেষণায়।
আচরণ গবেষক অধ্যাপক জিনোর বেশ কয়েকটি গবেষণায় জালিয়াতির অভিযোগ উঠেছে। তিনি গবেষণায় সহলেখক হিসেবে কাজ করেছেন। গত ১৬ বছর জিনোর ১৩৫টি গবেষণা প্রকাশিত হয়েছে।
জিনোর দলের তিন গবেষক তার বিরুদ্ধে তথ্য জালিয়াতির অভিযোগ এনেছেন। এই অভিযোগ ওঠার পর ছুটিতে গেছেন জিনো।
২০১২ সালে প্রকাশিত একটি গবেষণার তথ্য জালিয়াতি নিয়ে অভিযোগ করেন জিনোর গবেষণা দলের সদস্য হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যক্ষ ম্যাক্স ব্যাজারম্যান।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ওই গবেষণার জালিয়াতির প্রমাণসহ ১৪ পৃষ্ঠার একটি ডকুমেন্ট প্রকাশ করে।
গত দুই বছর আগে অন্যান্য গবেষকরা ২০১২ সালে প্রকাশিত ওই গবেষণা নিয়ে প্রশ্ন তোলে।
এবং আচরণ নিয়ে গবেষণাকারীদের ব্লগ সাইট ডাটাকোলাডাতেও জিনোর তথ্য জালিয়াতির বিষয়টি নিয়ে একাধিক তথ্য প্রকাশিত হয়।
ওই ব্লগের লেখকরা বলেন, আমরা এক দশকেরও বেশি সময় ধরে প্রকাশিত গবেষণায় জালিয়াতির প্রমাণ খুঁজে পেয়েছি, তার মধ্যে সম্প্রতি প্রকাশিত গবেষণাও রয়েছে। আমরা বিশ্বাস করি জিনোর অনেক গবেষণাতেই হয়তো ভুয়া তথ্য আছে।
জিনো ৪০ বছরের কম বয়সী শীর্ষ ৪০ ব্যবসায়িক বিভাগের অধ্যাপকদের একজন, তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন।
সূত্রঃ নিউ ইয়র্ক পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, দ্য ক্রনিকল অব হায়ার এডুকেশন। ছবিঃ সংগৃহীত