বাবা গ্রেপ্তার, নেইমার জুনিয়রের বাবা

Published By: Khabar India Online | Published On:

বাবা গ্রেপ্তার, নেইমার জুনিয়রের বাবা।

নেইমার সান্তোস সিনিয়র গ্রেপ্তার হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রের বাবা। পরিবেশ দূষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গারতিবা সিটি হল ও সিভিল পুলিশ এ গ্রেপ্তার অভিযান পরিচালনা করেছে।

আরও পড়ুন -  Goalkeeper Death: গোলকিপারের মৃত্যু, পেনাল্টি ঠেকিয়েই ফুটবল মাঠে

খবরে বলা হয়েছে, মঙ্গারতিবাতে নেইমারের বাড়িতে অনুমতি ছাড়াই কৃত্রিম রথ তৈরি করার চেষ্টা করেছিলেন তিনি। ফলে জলের গতিপথ পরিবর্তন, অনুমোদন ছাড়া নদীর জল ব্যবহার ও পাথর এবং শিলা খনন সংক্রান্ত অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তাই নিয়ে পরিবেশবাদী সংগঠনগুলো ব্যাপক চাপ সৃষ্টি করে। তার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন -  Lionel Messi: মেসির শেষ বিশ্বকাপ, কাতার বিশ্বকাপ

কিন্তু কিছু সময়ের মধ্যেই তাকে ছেড়ে দেয়া হয়। এ সময় পাঁচ মিলিয়ন ব্রাজিলিও রিয়েলের বিপুল পরিমাণ আর্থিক জরিমানা করা হয় পিএসসি তারকার বাবাকে।

চোটের কারণে বেশ কিছুদিন ধরেই দলছুট হয়ে আছেন নেইমার। মাঠে না থাকলেও আলোচনায় আছেন তিনি। এবার খবরের শিরোনাম হলেন বাবার কর্মকাণ্ডের জন্য।

আরও পড়ুন -  raima sen, বায়না মুনমুন কন্যা রাইমার ! তাই করলেন চিত্রগ্রাহক

সূত্রঃ ডেইলি মেইল। ছবিঃ সংগৃহীত