শুধু ফেনা দিয়ে ঢেকেছেন শরীর, তুমুল ভাইরাল সম্পূর্ণার ছবি

Published By: Khabar India Online | Published On:

শুধু ফেনা দিয়ে ঢেকেছেন শরীর, তুমুল ভাইরাল সম্পূর্ণার ছবি।

একের পর এক ছবি পোস্ট করে নেটমহলে সাড়া ফেলে দিলেন সম্পূর্ণা লাহিড়ী মালদ্বীপে ঘুরতে গিয়ে। তাঁর সাম্প্রতিক পোস্ট করা ছবি দেখে ঘুম নেই নেট ফ্যানদের।

আরও পড়ুন -  সোনালী সেই দিন গুলো ফিরে আসুক আবার

একের পর এক বিকিনি পরিহিত ছবি পোস্টের পর এবার স্নানের ছবি পোস্ট করেন অভিনেত্রী। সমুদ্রের পাড়ে খোলা পরিবেশে, মুক্ত বাতাসে একলা বাথটবে স্নান করছেন সম্পূর্ণা।

আরও পড়ুন -  Snake Bite: বিষধর সাপের কামড়ে আশঙ্কাজনক গৃহবধূ

পোশাক নেই, ফেনাতেই শরীর ঢেকেছেন নায়িকা। সম্পূর্ণার ছবিতে অনেকেই তার প্রশংসা করেন আবার অনেকে কটাক্ষও সামান্য করেছেন।

সূত্রঃ জি নিউজ। ছবিঃ জি নিউজ