Sara Tendulkar: মিষ্টি মেয়ে সারা হট ড্রেসে, ভাইরাল ভিডিও দেখে নিন চট জলদি

Published By: Khabar India Online | Published On:

Sara Tendulkar: মিষ্টি মেয়ে সারা হট ড্রেসে,ভাইরাল ভিডিও দেখে নিন চট জলদি।

মিষ্টি মুখের সাথে হাসি যেন আরো মিষ্টি। ছিমছাম, সুন্দর ড্রেসিং সেন্স এর সঙ্গে অবশ্যই গ্ল্যামারাস। কথা বলছি শচীন কন্যা সারা তেন্ডুলকর (Sara Tendulkar). সোস্যাল মিডিয়ায় সারা এখন হট।

বহু জন ভেবেছিলেন সারা বলিউডে পা রাখবেন। এখনও পর্যন্ত বলিউডে তাঁর অভিষেক না হলেও চর্চায় আছেন। কিছু মাস ধরে ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে এগিয়ে রয়েছেন সারা। কেও কেও ধারণা করছেন শুভমনের সঙ্গেই প্রেমের বন্ধনে আবদ্ধ। গত বছর সারা তেন্ডুলকার এবং শুভমনের ডেটিং প্রথম প্রকাশ্যে আসে, তখন থেকেই জল্পনা কল্পনা শুরু। এখনও পর্যন্ত দুজনের তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে বলেনি।

আরও পড়ুন -  সারা দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছে, শচীন তেন্ডুলকার জন্মদিন পালন করলেন না

সম্প্রতি, সারাকে নিয়ে আরেকটা গুজব। শোনা যাচ্ছে শুভমনের বন্ধু ঈশান কিষানের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে সারার। যদিও ঘটনাটা পুরোটাই গুজব। ঘটনা যাই হোক না কেন, সারার ব্যাক্তিগত জীবন সম্পর্কে নেটিজেনদের মধ্যে চূড়ান্ত আগ্রহ দেখা যাচ্ছে।

আরও পড়ুন -  Arjun Tendulkar: অর্জুনের সেঞ্চুরি দেখে আবেগাপ্লুত সারা টেন্ডুলকার, অভিষেক ম্যাচ, লিখলেন ইনস্টাগ্রামে

মিষ্টি মেয়ে সারার একটি রিল বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সারার পরনে একটি ওয়েস্টার্ন পোশাক রয়েছে। পার্পেল কালারের ওয়েস্টার্ন ড্রেসটির সঙ্গে সারা দুর্দান্ত নাচ দেখলেন। রিল ভিডিওটি একটু পুরনো হলেও নেট জনতার বেশ মনে গেঁথেছে। এই রকম মিষ্টি মেয়েকে সকলের ভালো লাগার কথা, তাই না।