Sudan: ৫ শিশুসহ নিহত ১৭ বিমান হামলায়, সুদানে

Published By: Khabar India Online | Published On:

৫ শিশুসহ নিহত ১৭ বিমান হামলায়, সুদানে।

৫ শিশুসহ ১৭ জন নিহত হয়েছে সুদানের দক্ষিণ খার্তুমে বিমান হামলায়। শনিবার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া।

আরও পড়ুন -  VIRAL: ‘আলুপোস্ত গার্ল’ ওরফে স্নেহা, বাদামকাকুর সঙ্গে ‘চু কিত কিত’ খেলবে!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ইয়ারমুক জেলায় বিমান হামলা হয়েছে। তাতে ৫ শিশুসহ ১৭ জন মারা গেছেন। বিস্ফোরণে ২৫টি ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে।কে বা কারা এই হামলার পেছনে দায়ী এ নিয়ে প্রতিবেদনে কিছু জানা যায়নি।

আরও পড়ুন -  Nuclear Attack: পরমাণু হামলায় তছনছ করতে এক মুহূর্তও সময় লাগবে না, হুমকি দিলেন কিমের বোন

সুদানে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে চলছে তীব্র লড়াই। প্রায় দুই মাস ধরে সুদানের পশ্চিম অংশ সংঘর্ষে উত্তাল। সেনাবাহিনী এবং আরএসএফের এই লড়াইয়ে প্রাণ হারিয়েছেন বহু বেসামরিক মানুষ। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। রাজধানী খার্তুম, কর্দোফান এবং দারফুর অঞ্চলের অবস্থা সবচেয়ে খারাপ।

আরও পড়ুন -  Russia: পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া

ছবিঃ সংগৃহীত