Jammu and Kashmir: ভারতীয় বাহিনীর পাল্টা হামলায় ৫ অস্ত্রধারী নিহত, জম্মু-কাশ্মীরে

Published By: Khabar India Online | Published On:

ভারতীয় বাহিনীর পাল্টা হামলায় ৫ অস্ত্রধারী নিহত, জম্মু-কাশ্মীরে।

ভারতীয় নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা নিয়ন্ত্রণ রেখায়। তাতে পাঁচ অস্ত্রধারী নিহত হয়েছে। শুক্রবার পুলিশ এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন -  কোভিড – ১৯ সংখ্যা বৃদ্ধি

কাশ্মীর পুলিশের অতিরিক্ত মহাপরিচালক বিজয় কুমার টুইটারে জানান, উত্তর কাশ্মীর জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে জুমাগুন্ড এলাকায় বৃহস্পতিবার রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। যৌথবাহিনীর এনকাউন্টারে পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে।ওই এলাকায় এখনও তল্লাশি অব্যাহত আছে। অভিযানের সময় যৌথ বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করে।
কর্মকর্তারা বলছেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নিয়ন্ত্রণ রেখা জুড়ে সন্ত্রাসীরা ১০ বার অনুপ্রবেশের চেষ্টা করেছে। কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন -  কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজু দেশের নাগরিকদের মধ্যে শারীরিক সুস্থতার বিষয়ে উৎসাহদানে ফিট ইন্ডিয়া যুব ক্লাব নামে আরও একটি উদ্যোগের সূচনা করেছেন

ভারতের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে, পাকিস্তানই জম্মু ও কাশ্মীরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে সন্ত্রাসীদের ভারতীয় সীমান্তে পাঠাচ্ছে।

সূত্রঃ এনডিটিভি