Monsoon 2023 Bengal Arrival: শেষ পর্যন্ত বাংলা জুড়ে আসছে বর্ষা, এবার গরম থেকে মুক্তি পাবে দক্ষিণবঙ্গ

Published By: Khabar India Online | Published On:

বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আগামী বুধবারের মধ্যেই দেশের উত্তর পশ্চিম বা নর্থইস্টের অনেক জায়গাতে প্রবেশ করতে চলেছে বর্ষা। তারপরে দেশের সমস্ত প্রান্তে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে। রবিবার থেকেই বদলে যেতে চলেছে আবহাওয়া। আগামী ১৭ জুন ২০২৩ তারিখে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে। আগেই উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ হয়েছিল, এবার দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে। বাংলায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ছড়িয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন -  Kiev: বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে প্রায় ৪৫ লাখ ইউক্রেনীয়ঃ ভলোদিমির জেলেনস্কি

১৭ জুন যদি বর্ষা প্রবেশ করে তাহলে আরো সক্রিয় হতে দুই থেকে তিন দিন মত সময় লাগবে মৌসুমী বায়ুর। উত্তর গোলার্ধের সবথেকে বড় দিন ২১ জুন থেকে বর্ষার আঁচ পেতে চলেছেন দক্ষিণবঙ্গের মানুষ। শনিবারের পর থেকেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। শনিবার পর্যন্ত এই গরমের আবহাওয়া বজায় থাকতে চলেছে দক্ষিণবঙ্গে। ফলে শনিবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে পারে বলে মনে করছে।

আরও পড়ুন -  Imran Khan: হামলার আশঙ্কা ইমরান খানের ওপর

উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে একই রকম গরম থাকবে। ১৭ জুনের পর থেকে একটু একটু করে দক্ষিণবঙ্গে গরম কমবে। অপরদিকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বর্ষা চলবে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। দার্জিলিং কালিম্পং কার্শিয়াং ও কোচবিহারের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলি যেমন – মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সতর্কতা আছে।

আরও পড়ুন -  Burnt Spots: দূর করবেন কি ভাবে? কড়াইয়ের পোড়া দাগ

প্রতীকী ছবি