Bhojpuri Viral Video: প্রবল বৃষ্টিতে তৃষ্ণা মিটলো নিরহুয়া এবং আম্রপালির, ভিডিওটি একলা দেখবেন

Published By: Khabar India Online | Published On:

সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা বা ভিডিও ইউটিউবে আসামাত্রই একেবারে ঊর্ধ্বমুখী হয়। তার নতুন গান নয়, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়।

তিনি ভোজপুরি সিনেমা জগতের এমন তারকা যার নামেই সিনেমা সুপারহিট হয়। এটা সকলে প্রায় জানে। তার মত তারকা ভোজপুরি সিনেমার জন্য অত্যন্ত লাভকারী। তার জনপ্রিয়তার উপরে ভর করেই ভোজপুরি সিনেমা অন্য মাত্রায় চলে যায়।

তিনি ইতিমধ্যেই এমন কিছু ছবিতে অভিনয় করেছেন, যে সমস্ত ছবি ভোজপুরি দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়েছে। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়ের মত রাজ্যে দীনেশ লাল যাদবের ছবি মানে সুপার ডুপার।

আরও পড়ুন -  তৃতীয় সেমিস্টারের পরীক্ষা না হতেই রেজাল্ট প্রকাশিত করে দেওয়ার প্রতিবাদ ছাত্র-ছাত্রীদের

যদি সঙ্গে থাকে আম্রপালি দুবে, তাহলে আর কিছু বলার নেই। তাঁদের কেমিস্ট্রি যেকোনো ভোজপুরি সিনেমায় চার চাঁদ লাগিয়ে দেয়। এই রোম্যান্টিক জুটির মুভি তালিকায় এমন কোনো সিনেমা নেই যেটা ফ্লপ হয়েছে। এখন ভোজপুরি সিনেমা জগতে একাধিক অভিনেত্রীরা অভিনয় করলেও দীনেশ লাল যাদবের সঙ্গে আম্রপালি দুবের মত জুটি এখনো ভোজপুরি সিনেমা জগতে একটাও তৈরি হয়নি।

আরও পড়ুন -  Necessary Price Hike: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, তৃণমূল কংগ্রেসের প্রতিবাদী মিছিল

সম্প্রতি তাদের একটি নতুন গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রিলিজ হয়ে গেছে। এই গানটির নাম করেলা মন পট যাই। গানটি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই গানে দুজনের কেমিস্ট্রি দর্শকদের দারুন লেগেছে। ভিডিওতে আম্রপালি দুবের পরনে রয়েছে এটি নীল ও সোনালী রঙের শাড়ি। অপরদিকে নিরাহুয়ার পরনে একটি কমলা শার্ট। কিন্তু, এই ভিডিওটির কিছু দৃশ্য শুধুমাত্র বড়দের জন্যই। ভিডিওটিতে এমন কিছু দৃশ্যে অভিনয় করেছেন এই অভিনেতা এবং অভিনেত্রীর জুটি, সেগুলি বাচ্চাদের জন্য ভালো না। তাই বাচ্চাদের এই ভিডিওর থেকে দূরে রাখাটাই ভালো।

আরও পড়ুন -  প্রথমে দেখা, তারপর ভালোবাসা থেকেই শুরু শরীরের খেলা, ঘনিষ্ঠ ভালোবাসার দৃশ্যে রয়েছে এই ওয়েব সিরিজে

নেট দুনিয়ায় যতই এই ভিডিওর দৃশ্য নিয়ে সমালোচনা হোক না কেনো, ভোজপুরি জগতে এই গানটি ব্যাপক হিট। এখনো অবধি ইউটিউবে এই গানটি ১৮ লাখ ৫৩৫ জনের মতো মানুষ দেখে ফেলেছেন। এই ভিডিওটি এখন ইউটিউবে বেশ ভাইরাল হয়েছে। ভিডিওটি হামার ভোজপুরিয়া চ্যানেলে আপলোড হয়েছিল।