Venezuela Gold Mine: স্বর্ণখনিতে ১২ জনের মৃত্যু শ্বাসরুদ্ধ হয়ে, ভেনেজুয়েলায়

Published By: Khabar India Online | Published On:

স্বর্ণখনিতে ১২ জনের মৃত্যু শ্বাসরুদ্ধ হয়ে, ভেনেজুয়েলায়।

একটি পরিত্যক্ত সোনার খনি বৃষ্টির জলে প্লাবিত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলার দক্ষিণাঞ্চলে।

এল ক্যালাও শহরের কর্মকর্তারা শনিবার জানান, গত শুক্রবার পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। শনিবার আবার সাতজনের মরদেহ উদ্ধার হয়েছে।তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা হয়নি

আরও পড়ুন -  "শোক হোক শক্তি রক্তদানে মুক্তি "

ওই সাতজন শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন বলে জানান এল ক্যালাও শহরের নিরাপত্তাবিষয়ক সচিব জেনারেল এডগার কোলিনা রেয়েস।

তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা ১২ জনের মরদেহ পেয়েছি। তাঁরা অনেক আগে বন্ধ হয়ে যাওয়া একটি খনিতে ছিলেন।

আরও পড়ুন -  Hair Thick: ঘন চুল এবং সৌন্দর্য আরও ভালো করার উপায়

আগে ২০২১ সালে একই সোনার খনির একটি অংশ ধসে পড়ায় একজনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন অন্তত ৩৪ জন। কর্তৃপক্ষ বৈধ এবং অবৈধ খনিগুলো নজরদারিতে রাখলেও প্রায়ই বিভিন্ন খনিতে দুর্ঘটনার খবর আসে।

আরও পড়ুন -  দামোদরের জলে তলিয়ে গেল চার কিশোর, আরো চার জন হাসপাতালে ভর্তি

সূত্রঃ এএফপি। ছবিঃ সংগৃহীত