VIDEO: রোম্যান্স দেখে পাগল, আয়ুশি তিওয়ারি এবং পবন সিংয়ের, নিয়ন্ত্রণহীন হলের ভক্তরা

Published By: Khabar India Online | Published On:

ভোজপুরি ইন্ডাস্ট্রির আর একজন বড় অভিনেতা হলেন পবন সিং।

ভক্তরা তার গান এবং সিনেমার জন্য আগ্রহে অপেক্ষায় থাকেন। সেই কারণেই তার গানগুলো মুক্তির সঙ্গে সঙ্গেই সুপারহিট হয়। পবন সিং অনেক অভিনেত্রীর সাথে কাজ করেছেন, তার মধ্যে একজন হলেন আয়ুশি তিওয়ারি।

আরও পড়ুন -  Short Film: বাড়ি একদম ফাঁকা, সেই সময়ে কাজের মেয়ের সাথে এই রকম কুকর্ম করলেন বাড়ির মালিক, ভিডিও ভাইরাল

‘মেরে মর্দ স্যার’ নামের গানটিতে দুজনের রসায়ন একেবারে জমে গেছে। এই ভিডিওতে দুজনকেই সুইমিং পুলের সামনে রোমান্স করতে দেখা গেছে।

পবন সিং ও আয়ুশি তিওয়ারির মিষ্টি রসায়ন এই গানে আরও অসাধারণ করে দিয়েছে। ‘মেরে মরদ স্যার’ গানে পবন সিংয়ের স্টাইল বেশ পছন্দ করছেন তার ভক্তরা। পবন সিং এবং আয়ুশির রোমান্সে মানুষের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। সুপারহিট গানটি গেয়েছেন পবন সিং নিজের গলায় ও তার সঙ্গ দিয়েছেন প্রিয়াঙ্কা সিং। এই গানটিতে অভিনয় করে ফুটিয়ে তুলেছেনপবন সিং এবং আয়ুশি তিওয়ারি।

আরও পড়ুন -  মন ভরিয়ে দিলেন নাচ দিয়ে ‘প্রাণ সখিরে’ গানে এক তরুণী, মুহূর্তের মধ্যে ভিডিও ভাইরাল

গানের ভিডিওটিতে পবন সিংকে দেখা যাচ্ছে একটি লাল পোশাকে। তাঁর সাথেই ম্যাচিং লাল শাড়িতে অভিনেত্রী আয়ুশি তিওয়ারি। এই গানটি জি মিউজিক ভোজপুরি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। গানের ভিডিওটি এখন ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল।

আরও পড়ুন -  Qatar World Cup-2022: পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের, বিশ্বের চোখ কাতারে