উল্লুর নতুন ওয়েব সিরিজ শারীরিক চাহিদার গল্প, ‘বিদায়’, দরজা বন্ধ করে দেখবেন

Published By: Khabar India Online | Published On:

এখনকার দিনে সিনেমা সিরিয়ালের পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজ। প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে ইন্টারনেটের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে প্রায় সকলে বিভিন্ন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করছেন। অন্যান্য আঞ্চলিক ভাষার বেশ কিছু ওয়েব সিরিজ টেক্কা দিচ্ছে বড় বাজেটের সিনেমাকেও। করোনা পরবর্তী সময় থেকে ডিজিটাল মিডিয়া কদর বুঝে গিয়েছে সাধারণ মানুষ। সেই সাথে পাল্লা দিয়ে চলার জন্য জন্ম নিয়েছে একাধিক প্ল্যাটফর্মের।

ডিজিটাল মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ। উল্লু, প্রাইম শট, কোকু ইত্যাদি জায়গায় প্রায় প্রতিদিন কোনো না কোনো ওয়েব সিরিজ রিলিজ করে চলেছে চাহিদার কারণে। এই যৌনতায় ভরা ওয়েব সিরিজগুলোর জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী তা বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকটি ওয়েব সিরিজ প্রায় লাখ লাখ মানুষ দেখছেন ভিউজ দেখলে জানা যায়। এই অ্যাডাল্ট ওয়েব সিরিজের দুনিয়ায় এখন ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে উল্লুর কিছু যৌনতাভরা ওয়েব সিরিজগুলি।

আরও পড়ুন -  রবি ঠাকুরের জন্মজয়ন্তীতে প্রণাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী, সোশ্যাল মিডিয়াতে

সম্প্রতি উল্লুতে রিলিজ করেছে নতুন ওয়েব সিরিজ ‘বিদাই’। এখানে অভিনয় করেছেন, জনপ্রিয় সাহসী অভিনেত্রী পিহু কানোজিয়া। পিহু এই ওয়েব সিরিজে জেসমিন নামক এক গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। এই ওয়েব সিরিজে রয়েছেন জয়শ্রী গায়কওয়াড় এবং ধীরাজ কুমার রাই। ওয়েব সিরিজে প্রতি মুহূর্তে রয়েছে অন্তরঙ্গ যৌনতামাখা দৃশ্য। ভুল করেও পরিবারের সাথে দেখবেন না।

আরও পড়ুন -  স্বামী ও স্ত্রী শরীরের খেলায় মেতে উঠলেন বিয়ের প্রথম রাতেই, একদম বাচ্চাদের সামনে এই সিরিজটি দেখা যাবে না

ওয়েব সিরিজে জেসমিন নামের একটি মেয়ের গল্প আছে, সে গ্রামের থেকে দূরে অন্য শহরের একটি ছেলের সাথে বিয়ে করে। জেসমিন ১০ দিন পর তার বাড়ি ফিরে যায়। তার স্বামী তাকে ফিরিয়ে নিতে তার শ্বশুর বাড়িতে যায়। কিন্তু জেসমিন আসতে অস্বীকার করে। জেসমিন তার মাকে বলে যে, তার স্বামী পুরুষত্বহীন। অপরদিকে জেসমিনের স্বামী নিজেকে সঠিক প্রমাণ করতে গ্রামের একটি মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। একদিন জেসমিন রাতে গ্রামের ডাক্তারের কাছে যায় ও তার স্বামীও তাকে চুপিসারে অনুসরণ করে। এ সময় জেসমিনের স্বামী জানতে পারেন যে গ্রামের ডাক্তারের সঙ্গে জেসমিনের সম্পর্ক আছে। তারপর গল্প কী হয় জানতে ওয়েব সিরিজটি অবশ্যই দেখতে হবে আপনাকে।

আরও পড়ুন -  Muriganga Setu: পুজোর আগেই গঙ্গাসাগর সেতু নিয়ে তৎপরতা, তৈরি কবে হবে?