Jeff Bezos: বান্ধবী লরেন সানতেজের সঙ্গে বাগদান সারলেন, অ্যামাজনের জেফ বেজোস

Published By: Khabar India Online | Published On:

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং ইকমার্স প্ল্যাটফর্ম আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বান্ধবী লরেন সানতেজের সঙ্গে বাগদান সেরেছেন। বিনোদন বিষয়ক সংবাদমাধ্যম পেজ সিক্স সোমবার (২২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে, বেজোস ও লরেন খুব দ্রুতই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। বিশেষত লরনের হাতে হৃদয় আকৃতির একটি আংটি দেখতে পাওয়ার পরই এ গুঞ্জন আরও বাড়তে থাকে।

আরও পড়ুন -  শাড়িতে মোনালিসার ঝলক, ‘শেহরি বাবু দিল লেহরি বাবু’ গানে দুর্দান্ত নাচে ভাইরাল ভিডিও

কান চলচিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে ফ্রান্সে রয়েছেন এ যুগল। সেখানে বিশ্বের বড় বড় তারকাদের সঙ্গে আনন্দঘন সময় কাটাচ্ছেন তারা। প্রাক্তন ব্রডকাস্ট সাংবাদিক লরেনের সঙ্গে ২০১৮ সাল থেকে প্রেম করছেন বেজোস। ২০১৯ সালে প্রথম স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের সঙ্গে ছাড়াছাড়ি হয় আমাজনের প্রতিষ্ঠাতার।  আগে পর্যন্ত এ সম্পর্কের বিষয়টি আড়ালে ছিল।

আরও পড়ুন -  VAT: প্রথম বারের মতো ভ্যাট দিল আমাজন, বাংলাদেশকে

ম্যাকেঞ্জির সঙ্গে দীর্ঘ ২৫ বছর সংসার করেছেন বেজোস। পারিবারিক কারণে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর ম্যাকেঞ্জি ৩৮ বিলিয়ন ডলার পেয়েছিলেন। এর অর্ধেক অবশ্য দাতব্য সংস্থায় দিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ম্যাকেঞ্জি। ম্যাকেঞ্জি-বেজোস দম্পতির চার সন্তান আছে।

আরও পড়ুন -  Katrina-Vicky: গোপনে রোকা সেরে ফেললেন ভিকি-ক্যাটরিনা ! কি বললেন অভিনেত্রীর মুখপাত্র ?

বেজোসের নতুন বাগদত্তা লরেনের এর আগে দুইবার বিয়ে হয়েছিল। দ্বিতীয় স্বামী প্যাট্রিক হোয়াইটসেলের সংসারে তার দুই সন্তান হয়। অন্যদিকে, প্রাক্তন আমেরিকান ফুটবল খেলোয়াড় টনি গঞ্জালেজের ২২ বছর বয়সী ছেলে আছে।

ছবিঃ সংগৃহীত