Malaika Arora: অর্জুন প্রেমিকা নিখুঁত ফিগার দেখালেন আঁটসাঁট গাউনে, ছবি ভাইরাল হতেই চোখ ধাঁধিয়ে গেল নেট দর্শকদের

Published By: Khabar India Online | Published On:

জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা বলিউডের। তিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে সব সময়ে থাকেন। চর্চা চলতে থাকে প্রায়ই তাকে নিয়ে। যেমন কখনো পোশাক নিয়ে, কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক, এই নিয়ে মিডিয়ায় চর্চায় থাকেন।

আবার বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে, তিনি সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ। এগুলো তিনি কর্ণপাত করেন না।

আরও পড়ুন -  Bill on Birth Certificate: কেন্দ্রের নয়া পদক্ষেপ, সরকারি কাজের জন্য ‘বার্থ সার্টিফিকেট’ বাধ্যতামূলক

খুব সম্প্রতি একটি জনপ্রিয় সংস্থার অনুষ্ঠানে হাজির ছিলেন এই অভিনেত্রী। এদিনের অনুষ্ঠানে মঞ্চে বোল্ড র্যাম্প ওয়াকেও দেখা মিলেছিল। এই অনুষ্ঠানে মঞ্চে গোলাপি ডিজাইনার পোশাকেই দেখা দিয়েছিলেন অভিনেত্রী। সেই পোশাকেই দক্ষতার সাথে নিজের বক্ষ বিভাজিকা, বেলি বাটান এবং পিঠের স্ট্রেচমার্ক ফ্লন্ট করেছিলেন তিনি। মঞ্চে তার বোল্ড উপস্থিতি খুব স্বাভাবিকভাবেই এদিন নজর কেড়েছিল প্রত্যেকের।

আরও পড়ুন -  Karan Johar Quit Twitter: করণ জোহর টুইটার ছাড়লেন

নিজের এই সাম্প্রতিক র্যাম্প লুকের সূত্র ধরে মিডিয়ার পাতায় প্রশংসিতও হয়েছেন মালাইকা। তার এই লুকই তাকে একাংশের মাঝে চর্চার আলোয় নিয়ে এলো আবার। উল্লেখ্য, ‘পিআর বলিউড’ নামের ইউটিউব চ্যানেল থেকেই অভিনেত্রীর সাম্প্রতিক এই র্যাম্প লুক শেয়ার করে নেওয়া হয়েছে।

অভিনেত্রী প্রায়ই বলিউডের নানা অনুষ্ঠানে হাজির থাকেন। কিছুদিন আগেই আরও একটি ইভেন্টে বা অ্যাওয়ার্ড শোতে একটি লাল ডিজাইনার লং গাউনে দেখা গিয়েছিল তাকে। সেই পোশাকে তার সামনের বেশ কিছুটা অংশ ছিল দৃশ্যমান, সেই কারণবশতই একাংশের মাঝে তুমুল কটাক্ষের শিকারও হতে হয়েছিল। তার সাথে তুলনা করা হয়েছিল উড়ফি জাভেদের। মিলেছিল সস্তার উরফি জাভেদের তকমাও। উল্লেখ্য, এদিন তার সাথে অনুষ্ঠানে হাজির ছিলেন তার প্রেমিক অর্জুন কাপুর।

আরও পড়ুন -  বইপাড়া খুলেছে, কিন্তু খোলেনি স্কুল কলেজ