Solanki Roy: অভিনেত্রী শোলাঙ্কি ফিরতে চলেছেন ছোট থেকে বড় পর্দায়

Published By: Khabar India Online | Published On:

জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’ স্টার জলসার। এখন নিয়েছে টাইম লিপ। এই ধারাবাহিকের নায়ক ঋদ্ধি এগিয়ে গিয়েছে তার জীবনে। এই অবধি ধারাবাহিকে দেখানো হয়েছিল, সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যু হয়েছে খড়ির। সময় পার হয়েছে।

কিন্তু খড়ি এবং ঋদ্ধির পুত্র আয়ুষ্মানের সাথে তৈরি হয়নি তার বাবার সম্পর্কের সঠিক খবর। খড়িকে ধারাবাহিকে না দেখতে পেয়ে মনমরা তাঁর অনুরাগীদের একাংশ। খড়িহীন ‘গাঁটছড়া’ মানতে পারছেন।

আরও পড়ুন -  Politics: রাজনীতি আমার পছন্দ: ঊর্মিলা

‘গাঁটছড়া’-য় অভিনয় চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন খড়ি ওরফে শোলাঙ্কি রায় (Solanki Roy)। চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকতে বাধ্য হয়েছিলেন। ‘গাঁটছড়া’-র নির্মাতাদের পক্ষে সম্ভব ছিল না শোলাঙ্কিকে ছাড়া এই ধারাবাহিক এগিয়ে নিয়ে যাওয়ার। কাহিনী পরিবর্তন করে টাইম লিপ এনে খড়িকে মৃত ঘোষণা করা হয়। আবারও ফিরছেন শোলাঙ্কি।

 

View this post on Instagram

 

A post shared by Solanki Roy (@srbrishti.19)

সিমলায় ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শোলাঙ্কি। কলকাতার মেয়েকে ঠান্ডার দেশ ছেড়ে ফিরতেই হয়েছে গরম আবহাওয়ায়। কিছুদিন বিশ্রাম নিয়ে খুব শীঘ্রই শুটিং ফ্লোরে ফিরতে চলেছেন শোলাঙ্কি। ছোট পর্দা এবং বড় পর্দার গন্ডি ছাড়িয়ে ওটিটিতে অভিনয় করতে চলেছেন এবার। রাহুল মুখোপাধ্যায় (Rahul Mukherjee) পরিচালিত নতুন ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করবেন শোলাঙ্কি।

আরও পড়ুন -  সুজুকি ভারতে উন্মোচন করল ই-অ্যাকসেস ইলেকট্রিক স্কুটার, একবার চার্জে চলবে ৯৫ কিমি

ওয়েব সিরিজটি মূলতঃ ফ্যামিলি ড্রামা। ওয়েব সিরিজে শোলাঙ্কির চরিত্রের নাম পৃথা। সব ঠিকঠাক থাকলে আগামী জুন মাসে শুরু হতে চলেছে এই ওয়েব সিরিজের শুটিং। শোলাঙ্কি ছাড়াও নতুন ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনসূয়া মজুমদার (Anasua Majumder) ও ঐশ্বর্য সেন (Aishwarya Sen) প্রমুখ।
আগামী দিনে শোলাঙ্কিকে দেখা যাবে ‘শহরের উষ্ণতম দিনে’ ফিল্মে। এই ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)।

আরও পড়ুন -  Dance Video: নৌকার উপর দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর ব্লাউজ ছাড়াই, ‘দেবদাস’ এর গানে, ভিডিও দেখুন