“শুধু তুমি”

Published By: Khabar India Online | Published On:

আমার একদিকে শুধু তুমি।

তুমি না থাকলে আমার জীবনের রঙ হয় না সারাটি,
প্রতিটি ক্ষণেই হৃদয়ে তোমার ছোঁয়া ছড়ায় না কি বাঁশি।
আমার মনের স্বর্ণময় স্তবকে সুরভিত করে তোমার কবিতা,
আমি লিখি প্রতিটি সারাটি কেবল আবার আবার তোমার জন্য মাত্র।

তারপর এসে বসে আছো আমার পাশে,
হৃদয়ে তোমার মধুর কথা গুঞ্জে যায় সর্বদা ভিতরে।
আমার জীবন একটি নদীর মতো,
তোমার কবিতা হল তার প্রবাহ আর তুমি হলে তার নদীতে ঝর্না হাওয়া।
আমার কবিতা সুদূর হলে তোমার কাছে পৌঁছায়,
আর তোমার স্পর্শ এক জনপ্রিয় হলে তার বুকে থাকা একটি আশা হয় জন্ম-জন্মান্তরে।

আরও পড়ুন -  Shilpa Shetty: oops moments এর শিকার হলেন শিল্পা শেঠি, নায়িকার এমন অবস্থা হল এই বয়সেও, VIDEO VIRAL

তারপর সব কবিতা লিখে সমাপ্তি হয়,
কিন্তু তোমার মনে সদা থাকে একটি প্রশ্ন?
কি সেই কবিতার অংশ হলাম আমি?
কি সেই মধুর বাণী আমার ছুঁয়ে গেছে হৃদয়ের মধ্যে?

আরও পড়ুন -  Santosh Trophy: বাংলার দুরন্ত জয় সন্তোষ ট্রফিতে, শেষ চারের পথে

তুমি কবিতা লিখো না কেন?
কি তোমার কাছে কবিতা লেখার স্বপ্ন নেই?
আমার হৃদয় ভরা কবিতার সাথে,
আমার মনের মধুর স্বরবিন্দু কোথায় তুমি?

কবিতা লেখা না কেন তুমি,
যেন আমি একা না থাকি সেই কবিতার মাঝে,
যেন আমার কবিতা আবার আকাশের মধ্যে উড়ে ফিরে,
তোমার মনের সাথে সম্পর্ক যখন যেন হয় আরো নির্মল এবং নির্ভরযোগ্য।

আরও পড়ুন -  Short Film: ঘনিষ্ঠ হলেন দুধওয়ালা সুন্দরী বৌদির বেডরুমে, আপনি যদি বাড়িতে একা থাকেন তাহলে দেখবেন এই শর্ট ফিল্ম