Aishwarya Rai: ঐশ্বরিয়ার ‘পোন্নিয়িন সেলভান ২’, ১০০ কোটির ঘরে

Published By: Khabar India Online | Published On:

পরিচালক মণি রত্নমের তামিল ছবি ‘পোন্নিয়িন সেলভান ২’ মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে জাদু দেখাচ্ছে। এবার মুক্তির মাত্র দুইদিনে বিশ্বব্যাপী ১০০ কোটি টাকার বেশি আয় করে রেকর্ড গড়লো ছবিটি।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ঐশ্বরিয়া রাই অভিনীত এই ছবিটি আয় করেছিল ৬৪.১৪ কোটি টাকা। শুধু মাত্র ভারতীয় বক্স অফিস থেকে এটি আয় করেছে ৩৮ কোটি টাকা। অন্যদিকে,  দ্বিতীয় দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় করেছে ৪৫.৪৬ কোটি টাকা।

আরও পড়ুন -  “জল সরবরাহ ব্যবস্থাপনার পরিমাপ ও নিরীক্ষণ” উন্নয়নের জন্য গ্র্যান্ড চ্যালেঞ্জে জমা পরা আবেদন পত্রগুলির মূল্যায়ণ পর্ব চলছে

আগে বিশ্ব জুড়ে দারুণ ব্যবসা করেছিল ‘পোন্নিয়িন সেলভান ১’। বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকারও বেশি আয় করেছিল সেই ছবিটি। ‘পোন্নিয়িন সেলভান ১’-এর রেকর্ডও ভেঙে ফেলবে ‘পোন্নিয়িন সেলভান ২’, এমনই আশা করছেন প্রযোজকরা।

আরও পড়ুন -  অনুশ্রী ঘোষ মাধ্যমিকের মেধা তালিকায় সম্ভাব্য নবম স্থান

‘পোন্নিয়িন সেলভান ২’ ছবির মূল গল্প দক্ষিণ ভারতের ইতিহাস ঘিরে। অষ্টম শতকে চোল সাম্রাজ্যের উত্থান ও সিংহাসন দখলের লড়াই ঘিরেই আবর্তিত হয়েছে ছবির প্রেক্ষাপট।

ছবিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, বিক্রম, কার্থি, তৃষা কৃষ্ণণ আরও অনেকে।

আরও পড়ুন -  Viral: নেটদুনিয়া কাঁপাচ্ছেন বিশ্বসুন্দরীর কার্বন কপি আসিতা, হুবহু ঐশ্বর্য!

সূত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস। ছবিঃ সংগৃহীত