প্রাণ বাঁচল ৬৬ শিক্ষার্থীর, কিশোরের উপস্থিত বুদ্ধিতে

Published By: Khabar India Online | Published On:

একটি স্কুলের ৬৬ শিক্ষার্থী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ডিলন রিভস নামের এক কিশোরের উপস্থিত বুদ্ধিতে। শনিবার যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের মিশিগান স্কুলের শিক্ষার্থী ভর্তি বাসের চালক অসুস্থ হয়ে পড়লে দ্রুত ছুটে এসে চালকের আসনে বসে ডিলন রিভস। নিয়ন্ত্রণ নেয় স্টিয়ারিংয়ের। ব্রেক চেপে ধরে বাসটির। গতি কমিয়ে  নিয়ন্ত্রণে আনে বাসটিকে। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় শিক্ষার্থীরা। পুরো ঘটনাটি ধরা পড়ে বাসের ভেতরে থাকা সিসি ক্যামেরায়।

আরও পড়ুন -  এই সিরিজ দেখলে ঘাম দেবে, একদম বাচ্চাদের সামনে দেখা যাবে না

বাসের ভেতরে থাকা সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, বাসটি চলছিল এক পর্যায়ে চালক গুরুতর অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসে থাকা শিক্ষার্থীরা প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করে। সেই সময়ে ডিলন রিভস লাফ দিয়ে চালকের আসনে বসেন। ব্রেক চেপে ধরে বাসটির। গতি কমার ফলে নিয়ন্ত্রণে আসে বাসটি। তারপর ডিলন চিৎকার করে কাউকে জরুরী সেবা ‘৯১১’ এ কল করার জন্য বলে।

আরও পড়ুন -  Viral Korean Girl: এক কোরিয়ান মেয়ের ‘জাওয়ান’এর গানে দুর্দান্ত নাচ, প্রসংশার ঝড়

এ ঘটনায় স্কুলছাত্র ডিলন রিভসকে অনেকেই অভিনন্দন জানিয়ে ‘হিরো’ আখ্যা দিয়েছেন। স্কুলের সুপারিনটেনডেন্ট রবার্ট লিভারনয়েস জানান, শিক্ষার্থীরা কার্টার মিডল স্কুল থেকে বাড়ি ফিরছিল তখন বাস চালক অসুস্থ হয়ে জ্ঞান হারালে ডিলন রিভস গাড়ির স্টিয়ারিংয়ে বসে গাড়ির নিয়ন্ত্রণ নেয়। তাতে প্রাণ বেঁচে যায় ৬৬ শিক্ষার্থীর। এমন বীরত্বপূর্ণ কাজের জন্য আমরা গর্বিত। তবে বাস চালক সুস্থ রয়েছেন। বাস চালকের অসুস্থতার কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন -  YouTube: ইউটিউব ভাষাগত ব্যবধান কমিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করেছে

পুলিশ ডিলনের বাবা-মাকে ডেকেছিল, ডিলনের বাবা পুলিশের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আমার ছেলে কী করেছে? পুলিশ কর্মকর্তারা বলেছেন, আপনার ছেলে একজন নায়ক। এ ঘটনার জন্য তারা বাবা-মা তাকে নিয়ে গর্ববোধ করছেন।

ছবিঃ সংগৃহীত