Salman Khan: বিয়ের প্রস্তাব দিলেন তরুণী চিৎকার করে সালমানকে, উত্তর কি দিলেন ভাইজান?

Published By: Khabar India Online | Published On:

দর্শকপ্রিয় অভিনেতা সালমান খান। বয়স ৫৮ হতে চলেছে। বলিউডের ভাইজান খ্যাত তারকা এই বয়সেও গ্ল্যামারস বয়ে যায় চিরকুমারের। পর্দায় অ্যাকশন কিংবা রোমান্টিক সিক্যুয়েন্সেও দুর্দান্ত।

ইন্ডাস্ট্রির সুপারহিট এই তারকার ব্যক্তিজীবনে একাধিকবার প্রেম এসেছে। বহুবার প্রেম এলেও বিয়ের পিঁড়িতে কখনো বসা হয়নি। কিন্তু জীবনে কি শুধুই প্রেম এসেছিল, নাকি বিয়ের প্রস্তাবও পেয়েছিলেন? এবার প্রকাশ্যেই এক তরুণী চিৎকার করে বিয়ের প্রস্তাব দিলেন বিটাউনের মোস্ট এলিজিবল ব্যাচেলরকে।

আরও পড়ুন -  আগামী রবিবার ভারত–দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বিশ্বকাপ ম্যাচ, নিরাপত্তা ও ট্রাফিক

ভাইজানের এই ইস্যু এখন ‘টক অব দ্য টাউন’। মূলত ঈদে তারকার ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা মুক্তি পেয়েছে। দুবাইতে সিনেমার প্রচারে গিয়েই বিয়ের প্রস্তাব পান তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উঠেন সালমান। তখন দর্শকাসন থেকে হঠাৎ করেই এক তরুণী চিৎকার করে বলেন, সালমান, মুঝসে শাদি করোগে? সুন্দরীর এমন প্রস্তাবে কী জবাব দেবেন বুঝে উঠতে পারছিলেন না সালমান। সেইসময়ে অপর এক তরুণী ওই তরুণীকে থামিয়ে চিৎকার করে বলেন, না সালমান, বিয়ে করো না। কারও বিয়ে করা উচিত নয়। এতে অবশ্য সাড়া দেন বলি তারকা। জবাবে তিনি বলেন, ‘ঠিক ঠিক। একদম ঠিক।

আরও পড়ুন -  New News: সলমান খান নতুন খবর দিলেন

একটা সময় সালমান যে বিয়ে করতে চেয়েছিলেন, তা নিজে মুখেই বলেছিলেন, কফি উইথ করণ-এর শোতে।

সালমানের মুখে বিয়ে না করার কথা তাৎক্ষণিক ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন -  ফেঁসে গিয়েছে নিরহুয়া, ঘরওয়ালি-বাহারওয়ালির করতে গিয়ে, একদিকে আম্রপালি অপরদিকে মোনালিসা