অধিনায়কের হাত বদল হতেই রীতিমতো বিস্ফোরক হয়ে উঠেছে চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চলতি আইপিএলে এখনও পর্যন্ত দলগতভাবে সর্বাধিক রান করার রেকর্ডও ইতিমধ্যে নিজেদের নামে করে নিয়েছে চেন্নাই। গতকাল কলকাতার বিপক্ষে ইডেন গার্ডেন্সে খেলতে নেমে রেকর্ডটি লিপিবদ্ধ করে চেন্নাই সুপার কিংস।
টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে মহেন্দ্র সিং ধোনির দল নির্ধারিত ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে। মাত্র ২৯ বলে ৭১ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন অজিঙ্কা রাহানে। শিবম দুবে ২১ বলে ৫০ ও ডেবন কনওয়ে ৪০ বলে ৫৬ রানের অসাধারণ ইনিংস খেলেন।
২৩৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ১ রানে ২ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে কলকাতা নাইট রাইডার্স। জেসন রয়ের ২৬ বলে ৬১ রানের ইনিংস ও রিঙ্কু সিংয়ের ৩৩ বলে ৫৩ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে নাইট বাহিনী। ৪৯ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় চেন্নাই সুপার কিংস।
ম্যাচ জয়ের পর হুংকার দিয়েছেন চেন্নাই সুপার কিংসের তারকা ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে। মেগা অকশনে কোন দল কিনতে আগ্রহ প্রকাশ করেনি ক্রিকেটারকে। বেস মূল্যে চেন্নাই সুপার কিংস কিনে নেয় তাকে। শুধু তাই নয়, বর্তমানে ওপরের সারিতে ব্যাটিং করে বিরোধী দলকে ধ্বংস করছেন। চলতি আইপিএলে প্রায় ২০০ স্ট্রাইক রেটে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭ বলে ৬১ রান, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৯ বলে ৩১ রান, রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২০ বলে ৩৭ রান এবং কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২৯ বলে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেছেন। এদিন ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ পুরস্কার নিতে গিয়ে তিনি বলেন,’আমি এখনও আমার সেরা পারফরমেন্স দিতে পারিনি।’