Dance Video: ঠুমকা লাগালেন এই সুন্দরী যুবতী হলুদ শাড়িতে, পুরুষ ভক্তরা কিলার এক্সপ্রেশনে ঘায়েল

Published By: Khabar India Online | Published On:

এখনকার দিনে সোশ্যাল মিডিয়া নতুন প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে চলে যাচ্ছেন মুহূর্তে।

 সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তিনি সফল হন।

আরও পড়ুন -  Hot Dance Video: অনুকৃতির উত্তপ্ত পারফরম্যান্স, হিন্দি গানে মাধুরী দীক্ষিতকে ছাড়িয়ে গেলেন, এই ভিডিও দেখে নিন

এই মুহূর্তে নিজের রিল ভিডিওর সূত্র ধরেই একাংশের মাঝে চর্চায় উঠে এসেছেন ভ্রুশিকা মেহেতা। হিন্দি টেলিভিশন জগৎ-এর অন্যতম পরিচিত মুখ। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন দক্ষ নৃত্যশিল্পীও, সেকথা অজানা নয় তার অনুরাগীদের কাছে।

সম্প্রতি বিদেশের মাটি থেকেই বলিউডের গানে হলুদ শাড়িতে রিল ভিডিও বানালেন ভ্রুশিকা। সেই ঝলকেই ঘায়েল তার অনুরাগীমহলের একাংশ।

আরও পড়ুন -  Haryanvi Dance: রচনা তিওয়ারির নাচ ৪৪০ ভোল্ট, নীল স্যুট পরে সিল্কি-সিল্কি নাচলেন

চলতি বছরেই মুক্তি পেয়েছে রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ‘তু ঝুটি ম্যা মাক্কার’। উল্লেখ্য, ছবির প্রতিটি গানই হিট করেছিল দর্শকদের মাঝে। সেই ছবিরই ‘ঠুমকা’ গানের তালে দেখা মিলল ভ্রুশিকার।

 

View this post on Instagram

 

A post shared by Vrushika Mehta (@vrushyy)

বিদেশের মাটিতে হলুদ শাড়িতেই নাচলেন।  হুবহু শ্রদ্ধা কাপুরের মতোই খোলা চুলে সেজেছিলেন অভিনেত্রী। এমনকি নাচের ক্ষেত্রেও টেক্কা দিলেন অভিনেত্রীকে, সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলক দেখে তেমনটাই মত নেটজনতার একাংশের। ‘ঠুমকা’র তালে অভিনেত্রীর ঠুমকাই ঘায়েল করেছে অগণিত ভক্তমহলকে।

আরও পড়ুন -  Adah Sharma: আদা শর্মা, রাস্তায় সব্জি বেচছেন, এমন কি হলো ?