USA: পুলিশ কর্মকর্তাসহ নিহত ৬, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায়

Published By: Khabar India Online | Published On:

বন্দুক হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের লুইসভিল শহরে। আহত হয়েছেন আরও অনেকে। সোমবার ওই ঘটনা ঘটে।

লুইসভিল মহানগর পুলিশ জানায়, এক বন্দুকধারী ব্যাপক তাণ্ডব চালিয়েছে। ঘটনাস্থল ইস্ট মেইনের বাসিন্দারের ঘর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাইরে বার হতে মানা করা হয়েছে।

আরও পড়ুন -  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে কোভিড – ১৯ এর সংক্রমণ নিয়ন্ত্রণের বিষয়ে পর্যালোচনা বৈঠকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসির ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন। তিনি টুইটে লেখেন, ‘লুইসভিল শহরের ঘটনায় আক্রান্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা করুন সবাই।’

সিএনএন জানায়, ভিডিও ফুটেজে ঘটনাস্থলে বিপুল পুলিশ দেখা গেছে। তারা অঞ্চল ঘিরে রেখেছে।

আরও পড়ুন -  Russia: আবাসিক ভবনে রাশিয়ান যুদ্ধ বিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত হয়েছেন

যুক্তরাষ্ট্রের বন্দুক সমস্যা সম্প্রতি নতুন করে মাথাচাড়া দিয়েছে। এজন্য বন্দুক আইন কড়াকড়ির দাবি জোরদার হচ্ছে। রাজনীতিবিদদের বিভক্তির কারণে সম্ভব হচ্ছে না।

সূত্রঃ সিএনএন।