Kolkata Weather Latest Update: গরম হাওয়া ঢুকছে, পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা আছে কি?

Published By: Khabar India Online | Published On:

দক্ষিণবঙ্গের আকাশ ছিল মেঘাচ্ছন্ন কিছুদিন আগে। এবারে মেঘ কাটতেই আকাশে চড়া রোদের দেখা দিয়েছে।উত্তর ভারত থেকে এরই মাঝে শুকনো হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে।

ধীরে ধীরে বদলাতে শুরু করেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া। আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে, শুষ্কতার কারণে আগামী কয়েক দিন পারদ চড়বে রাজ্যে। কলকাতায় আগামী কয়েক দিন পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুয়ে ফেলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন -  Weather Forecast: ছুটির দিনে কি রয়েছে বৃষ্টির পূর্বাভাস

পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পাবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাঘুরি করলেও, সেই গ্রাফ ৪০ ডিগ্রী সেলসিয়াস হয়ে যেতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, হাওয়ায় আদ্রতা কমে যাওয়ার কারণে আগামী কয়েক দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। আবহাওয়া শুষ্ক থাকবে।

আরও পড়ুন -  Weather: ঘূর্ণাবর্তের প্রভাব রাজ্যের উপর, একাধিক জেলা ঝড় বৃষ্টিতে ভিজবে

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার সপ্তাহের প্রথম কর্ম দিবসে তাপমাত্রা বাড়াতে পারে। দুপুরের দিকে শুষ্ক ও গরম বাতাসের কারণে লু বইতে পারে। ফলে হিটস্ট্রোক থেকে সাবধান হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। বেলা ১১টা থেকে বিকেল চারটে পর্যন্ত রাস্তায় না থাকাই ভালো।

আজ শনিবার দিনের বেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে কলকাতার কোথাও কোথাও। শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৭ সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

আরও পড়ুন -  দক্ষিণবঙ্গের দুই জেলায় প্রবল বৃষ্টিপাত শুরু হবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সপ্তাহের শুরু থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিম অঞ্চলের জেলা, উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।