“প্রেমিকা চলে গেছে”

Published By: Khabar India Online | Published On:

প্রেমিকা চলে গেছে না তো জানি কেমন হয়
হৃদয় ভরে আছে বাঁধন সে নিজের যে রয়েছে নায়।

চলে গেলে তার স্মৃতি চিরকালের জন্য হলে নিরাপদ
সে থেকে আমি কি পেতে পারি আর নতুন আশা নিয়ে কাজে লগ্নীত?

প্রেমিকা চলে গেছে একজন নির্দয়,
বিশ্বাস করতে হলে দুঃখে ঘিরে বাধা তুলে দাঁড়াতে হবে প্রত্যেকটি স্থানে।

আমার কবিতা কোনো সমাধান হলো না।
তবু জীবনের সঙ্গে একটা অদম্য শক্তি পালন করছি আমি
কোনো দিন আবার সে আসবে, তার হাত ধরে প্রতিজ্ঞা নিলাম আমি।

আরও পড়ুন -  AFC Cup: এ এফ সি কাপের আঞ্চলিক, সেমিফাইনালে সবুজ মেরুন

শহরের সাঁতার হাওয়ায় আমার বাইরের বাসার জানালা খোলা
পাশের বালকের ছোট্ট কান্নার কথা শুনলাম ঝর্না পরে বলা।

সে বলেছিল না তাই ভাবিনি, শুনতে পাচ্ছি আমি তার আলোকে
মা সাথে পিতা দুজন চলে গেছে জীবনের নিরব সঙ্গে।

পরের সকাল আমি জেগে উঠলাম নিরব জীবনে দিন নগলো
কান্নাধারা ভাঙতে ভাঙতে আমার সময়টা চলে গেল কিন্তু কোনো স্পর্শ ছিল না কখনো।

একটি স্মৃতি আছে যে সেই বালকের কথা আজও আমার হৃদয়ে ঘেরা
সে স্কুলে নেই আর আমি শহরের সাঁতার হাওয়ার ভেতরে ভাবী সেই দিনগুলোর চিরস্থায়ী নির্বাসনের প্রত্যেকটি কার্যে লগ্ন নিয়ে।

আরও পড়ুন -  Abhishek Chatterjee: পাটায়ায় অভিষেকের স্মৃতি সঙ্গে নিয়ে সংযুক্তা-সাইনা

সময়ের সাথে সাথে জীবন বেগ হারিয়ে গেল আমার হাত থেকে
পূর্বের স্মৃতির মধ্যে আজও রয়ে গেছে তার প্রত্যেকটি ঝঁঝঁলি।

একদিন সে আসবে, আমার হৃদয় থেকে সেই বালকের ছোট্ট হাত ছানা
সে পরের স্কুলে যাবে, পড়াশোনা শেষ হলে ক্ষুদ্র একটি কাগজ ফুটবল পেটে হাসবে প্রতি সন্ধ্যায়।

তবু আমি আমার জীবনের সঙ্গে নিয়ে নিতে চাই সে স্মৃতির প্রতিটি মুহূর্ত
সেই ক্ষুদ্র সুখের জন্য আমি পরিস্কার চেষ্টা করি প্রতি দিনে যার মাধ্যমে জীবন উদ্যানে সুন্দর পরিবেশ সৃষ্টি করি।

আরও পড়ুন -  কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আসানসোলে জাতীয় কংগ্রেসের বিক্ষোভ

প্রতিদিন প্রায় ভুলে যাই সে দিনের কিছু কথা কিছু কাজ
কিন্তু সেই স্মৃতি জীবন সুখের একটি অদম্য ক্ষুদ্র দিনগুলোর মতো এখনো মনে রয়ে গেছে আমার হৃদয়ে হারিয়ে যাওয়া নয়।

সেই স্মৃতি জীবন সুখের একটি অদম্য ক্ষুদ্র দিনগুলোর মতো এখনো মনে রয়ে গেছে আমার হৃদয়ে হারিয়ে যাওয়া নয়।