35 C
Kolkata
Thursday, June 8, 2023

অর্জুন প্রেমিকা Malaika Arora কটাক্ষের মুখে, কালো ব্যাকলেস পোশাকে, নেটনাগরিকরা বললেন, ‘উরফির মা’

Must Read

জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা বলিউডের। তিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে চলে আসেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে। যেমন তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চায় আসেন।

বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয়। সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। সম্প্রতি আবারো নিজের সাম্প্রতিক লুকের সূত্র ধরেই নেটমহলের একাংশের মাঝে চর্চায় এসেছেন অভিনেত্রী।

শারীরিক ফিটনেস নিয়ে বেশ সচেতন অভিনেত্রী। প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করেন মালাইকা। তার একাধিক ঝলক প্রায়ই মেলে সোশ্যাল মিডিয়ার পাতাতে। তার ফিগার এবং ফিটনেস দেখেই স্পষ্ট সকলের কাছে। সম্প্রতি অভিনেত্রী নিজের সাম্প্রতিক ব্যাকলেস অ্যাওয়ার্ড লুকের চর্চায় তিনি।

উল্লেখ্য, সম্প্রতি ‘স্টাইল আইকন আওয়ার্ডস্ ২০২৩’এ উপস্থিত ছিলেন মালাইকা।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

‘স্টাইল আইকন আওয়ার্ডস্ ২০২৩’এ অর্জুন প্রেমিকা মালাইকা আরোরা কালো ব্যাকলেস পোশাকে হাজির হয়েছিলেন। নুড গ্লসি মেকাপে পনি টেল বেঁধেছিলেন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই অভিনেত্রীর এই অ্যাওয়ার্ড লুক এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে এটা সোশ্যাল মিডিয়াতে।

সেই ঝলক নজরে আসতেই কটাক্ষের মুখোমুখি অভিনেত্রী। নেটজনতার বেশিরভাগের মতেই, এদিন অভিনেত্রীকে পুরোপুরি উরফি জাভেদের মা লাগছিল। তার ঝলকও রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

Latest News

Rinku Singh: রিংকু সিংয়ের ‘সিক্স প্যাক অ্যাবস’, শুভমান গিলের বোনের প্রতিক্রিয়ায় আতঙ্ক সৃষ্টি

২০২৩’এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ভালোভাবে শেষ হয়েছে। চ্যাম্পিয়ন ধোনি বাহিনী। মোট পঞ্চমবার জয়ের মুকুট পরল ধোনি বাহিনী। আইপিএল শেষ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img