মিষ্টি মধুর কবিতা

Published By: Khabar India Online | Published On:

মিষ্টি মধুর কবিতা। 

মিষ্টি মধুর স্বাদ সবার পছন্দ,
হৃদয়ে জলে ভরে তার অভ্যন্তর।
বাগানে পোহাই মাখি মধুর মধুকরে,
কথা নেই সে বলে আমার সঙ্গে বিচরে।

সাদা কমল দিনে খুলে দেখো মুখ,
পবিত্র হলে মন মধু করে ঝুমকোঝুম।
সাধ মাতাল করে তার স্বাদ মুখে,
সুখের বুকে আসে মিষ্টি মধুর স্বাদে।

আরও পড়ুন -  ১২ কোটি টাকার পাহাড় খাটের নিচে, গার্ডেনরিচ কান্ডে, ইডির অধিকারীরা টাকার উৎস্যের খোঁজ করছেন

কত সুন্দর পরিবেশ তোমার মাঝে,
মধুর মধ্যে হাসি, সুখ ও আনন্দ।
মনের মধুভরি হয়ে উঠুক সকলের পাশে,
মিষ্টি মধু করে উদ্দীপ্ত তার স্বাদ।

জীবনের মিষ্টি মধু তোমার সাথে থাকুক,
সব দিনের ক্লান্তি মিটুক সেদিন।
হাসির মধু দিনে বিকাশ করুক,
মনের বুকে সুখ পাওয়া হবে সেদিন।

আরও পড়ুন -  Twitte Blue Tick: ৫ দেশে চালু হচ্ছে, টুইটারে ‘ব্লু’ টিক

চোখে ফুটে দেখতে চাও মেঘলা,
দেখো সোনালি রুপ কেমন তার।
সব দিনের ঘোরে তোমার উজ্জ্বল আলো,
মনের মধুভরি করে তোমার স্বাদ নিয়ে সার।

জীবনের পথে আগে পরে নতুন সফলতা,
কাজ করো নির্ভয়ে একটা আগামীর আলোকে।
সব সমস্যা দূর করে তোমার মধু স্বাদে,
মনের সুখে উঠো জীবনের দুঃখের তালে।

আরও পড়ুন -  Durga Pujo: মুক্তির দিশা খুঁজে যাচ্ছে, টালা প্রত্যয়