ভোজপুরি অভিনেত্রী মোনালিসা, কমলা শাড়িতে নাচলেন ‘শো মি দ্যা ঠুমকা’, নেট দর্শকরা মুগ্ধ হটনেস দেখে, VIDEO

Published By: Khabar India Online | Published On:

একটি পরিচিত নাম মোনালিসা অভিনয় জগৎ-এর। বহু ভোজপুরি ছবিতে অভিনয় করেছিলেন। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু হয়েছিলো।

বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। এখন তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। তিনি একজন ভালো অভিনেত্রী। সকলে তা জানে। অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি।

আরও পড়ুন -  শাড়ির আঁচল সরিয়ে কার্ভি ফিগার দেখালেন সুন্দিরী মহিলা, ‘Dhak Dhak Karne Laga’ গানে, উচ্ছ্বসিত নেটদর্শকরা

বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। নিজের একাধিক ছবি এবং ভিডিও শেয়ার করে থাকেন। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা অনেক। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর ঝলক দেখার জন্য।

নিজের পরিবার এবং স্বামী বিক্রান্তের সাথে সময়ও কাটাতে পছন্দ করেন তিনি। সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেই মুহূর্তগুলোর ঝলকও নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে। আবার সেইগুলো ভাইরাল হয়।

আরও পড়ুন -  Liverpool Match: লিভারপুলের ম্যাচ স্থগিত, করোনার জন্য

সম্প্রতি লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুটি ম্যা মাক্কার’ মুক্তি পেয়েছে বড়পর্দায়। ইতিমধ্যেই দর্শকদের বেজায় পছন্দ হয়েছে ছবিটি। উক্ত ছবির প্রায় সবকটি গানই শুরু থেকেই দর্শকদের মনে দাগ কেটেছে। রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবির প্রায় সবকটি গানই বর্তমানের ট্রেন্ডিং তালিকায়।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

অন্যতম ‘শো মি দ্যি ঠুমকা’। সেই গানের তালেই রেড শিফন শাড়িতে রিল বানিয়ে শ্রদ্ধা কাপুরকে টেক্কা দিলেন মোনালিসা। খোলা চুলে, হালকা মেকাপ নিয়েছিলেন অভিনেত্রী। খুব সম্ভবত নিজের মেকাপ ভ্যান থেকেই শেয়ার করে নিয়েছেন নিজের এই সাম্প্রতিক ভিডিওটি।

আরও পড়ুন -  Malaika-Arhaan: ভাইরাল বড়দিনে মালাইকা-আরহানের নতুন ভিডিয়ো, মায়ের পাশে দাঁড়াতে লজ্জা পায় ছেলে