ইয়েলো অ্যালার্ট জারি, বাংলায় দুর্যোগের সম্ভাবনা, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ঘূর্ণাবর্ত

Published By: Khabar India Online | Published On:

আকাশের মুখ ভার কলকাতা সহ সংলগ্ন এলাকায় গত কয়েকদিন ধরেই। তীব্র দাবদাহ থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া গিয়েছে চলতি মাসের শুরুতে। রাজ্যে বড় দুর্যোগের সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস। নিম্ন ট্রপোস্ফিয়ারিক স্তরে একটি ঘূর্ণিঝড় সঞ্চালনের পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ অসম ও তার পার্শ্ববর্তী অঞ্চলে।

ফলে ১৪ মার্চ পর্যন্ত হিমালয় পাদদেশের পশ্চিমবঙ্গ, সিকিম ও উত্তর-পূর্ব ভারতে বজ্রপাত,বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় বড় হাওয়া বদল হতে পারে বাংলার।

আরও পড়ুন -  মহা মিছিল করে নমিনেশন পত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জল চৌধুরি

হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহ জুড়েই চলবে ঝড়বৃষ্টি। সঙ্গে হতে পারে বজ্রপাত। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় শুধু বৃষ্টি নয়, শিলাবৃষ্টি হতে পারে৷ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে।

আরও পড়ুন -  Weather Forecast: বাংলায় ব্যাপক আবহাওয়ার পরিবর্তন হবে ৪৮ ঘন্টায়, ফিরবে শীতের স্পেল?

আগামিকাল থেকে আগামী সোমবার পর্যন্ত এই অ্যালার্ট জারি রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বাংলায়।

আলিপুর আবহাওয়া দপ্তরের মতে মোট ১২ টি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সমস্ত জেলার জন্য ইয়েলো অ্যালার্ট জারি করেছে আইএমডি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে মঙ্গলবার থেকে শিলাবৃষ্টির সম্ভাবনা। এই তিন জেলার কিছু অংশে বুধবার থেকে হাওয়া বদল হবে। বৃষ্টি বাড়বে ১৫ মার্চ থেকে। উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন -  বাংলার আবহাওয়ায় রদবদল, আজও সর্তকতা জানিয়েছে হাওয়া অফিস