Oscars 2023: ২০২৩ সালের অস্কার পুরস্কার জিতলেন যারা

Published By: Khabar India Online | Published On:

চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডের ৯৫তম আসরের যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সোমবার অনুষ্ঠিত হয়েছে।

বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের নাম ঘোষণা করা হয়। অস্কারের মঞ্চ থেকে এবার দু’টি পুরস্কার জিতেছে ভারত। পাশাপাশি সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। সব মিলিয়ে সাতটি অস্কার পেল এই ছবি।

সেরা ছবি

অস্কারের সেরা ছবি ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। মনোনয়ন পেয়েছিল ‘দ্য ব্যানসিজ অব ইনিশেরিন’, ‘দ্য ফাবেলমানস’, ‘টার’ এবং ট্রায়াংগেল অব স্যাডনেস’।

সেরা অভিনেত্রী

পুরস্কার পেলেন মিশেল ইয়ো। ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবির জন্য এই সম্মান পেলেন।   তার সঙ্গে এই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন আনা দে আরমাস, কেট ব্ল্যানচেট, আন্দ্রেয়া রাইজবরো এবং মিশেল উইলিয়ামস। পুরস্কার উঠল মিশেল ইয়োর হাতে।

সেরা অভিনেতা

অস্কার জিতে নিলেন ব্রান্ডন ফ্রেজার। ‘দ্য হোয়েল’ ছবির জন্য এই পুরস্কার পেলেন। মনোনয়ন পেয়েছিলেন অস্টিন বাটলার, কলিন ফ্যারেল, পল মেসকাল এবং বিল নাই। পুরস্কার উঠল ব্র্যান্ডন ফ্রেজারের হাতে।

সেরা পরিচালনা

‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবির জন্য এই বিভাগে অস্কার পেলেন ড্যানিয়েল কন ও ড্যানিয়েল শিনার্ট। মনোনয়ন পেয়েছিলেন মার্টিন ম্যাকডোনা, স্টিভেন স্পিলবার্গ, টড ফিল্ড ও রুবেন ওস্টলুন্ড। ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবির জন্য এই পুরস্কার পেলেন দুই ড্যানিয়েল।

আরও পড়ুন -  Krushal-Adrija: রোম্যান্স অদ্রিজার

সেরা এডিটিং

এডিটিংয়ের জন্য অস্কার পেলেন পল রজার্স। ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবির জন্য অস্কার পেলেন।

সেরা গান নাটু নাটু

‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ পেল ২০২৩ সালের অস্কারে সেরা গানের সম্মান। গানের জন্য সঙ্গীত পরিচালক হিসাবে অস্কার পেলেন এমএম কিরাবানি ও গীতিকার হিসাবে অস্কার পেলেন চন্দ্রবোস। ইতিহাস সৃষ্টি হল অস্কারের মঞ্চে।

সেরা সাউন্ড এফেক্ট

‘টপ গান: মাভেরিক’ ছবির জন্য এই বিভাগে অস্কার পেলেন মার্ক ভিনগার্টেন, জেমস এইচ মাথের, আল নেলসন, ক্রিস বার্ডন এবং মার্ক টেলর।

সেরা অ্যাডপটেড চিত্রনাট্য

‘উইমেন টকিং’ ছবির জন্য এই বিভাগে অস্কার পেলেন সারাহ পোলে। মিরিয়াম টোসের লেখা উপন্যাস অবলম্বনে এই ছবির চিত্রনাট্য লিখেছিলেন তিনি।

সেরা মৌলিক চিত্রনাট্য

‘এভরিথিং এভরিওয়ের অল অ্যাট ওয়ানস’ ছবির জন্য এই বিভাগে অস্কার পেলেন ড্যানিয়েল কন ও ড্যানিয়েল শিনার্ট।

আরও পড়ুন -  Nusrat-Nikhil: নুসরত - নিখিল আদালতে গেলেন না, সহবাস সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ মামলা পিছিয়ে গেল

সেরা ভিজুয়াল এফেক্টস

অস্কার ‘অবতার: দ্য ওয়ে অব দ্য ওয়াটার ওয়ার্ল্ড’-এর হাতে। জো লাতেরি, রিচার্ড বানেহ্যাম, এরিক সেইনডন এবং ড্যানিয়েল ব্যারেট পেলেন এই বিভাগে পুরস্কার।

সেরা আবহসঙ্গীত

সেরার পুরস্কার জিতে নিল ‘অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। পুরস্কার উঠল ভলকার বেরতেলমানের হাতে।

সেরা প্রোডাকশন ডিজাইন

সেরার পুরস্কার জিতে নিল ‘অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ ছবি। ‘অবতার: দ্য ওয়ে অব দ্য ওয়াটার’, ‘ব্যাবিলন’, ‘এলভিস’-এ মতো ছবিকে হারিয়ে এই সম্মান জিতে নিল ‘অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’।

স্বল্পদৈর্ঘ্যর সেরা ডকুমেন্টারি

স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে সেরার পুরস্কার পেল ‘দি এলিফ্যান্ট হুইসপারস’। অস্কার উঠল পরিচালক কার্তিকী গনজালভেস আর গুনিত মঙ্গার হাতে। তামিলনাড়ুর মেয়ে কার্তিকী আর গুনিতের জন্ম দিল্লিতে।

বিদেশি ছবির বিভাগে সেরা ছবি

সেরা ছবির পুরস্কার জিতে নিল জার্মানির ‘অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এডওয়ার্ড বারজার পরিচালিত এই ছবির সঙ্গে এই বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘আর্জেন্তিনা, ১৯৮৫’ (আর্জেন্তিনা), ‘ক্লোজ’ (বেলজিয়াম), ‘দ্য কোয়ায়েট গার্ল’ (আয়ারল্যান্ড) ‘ইও’ (পোল্যান্ড)-এ মতো ছবি।

আরও পড়ুন -  Horoscope: আজ ২রা আগস্ট, রাশিফল পড়ুন

সেরা কসটিউম

পুরস্কার পেলেন রুথ কার্টার। ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’-এর জন্য এই পুরস্কার পেলেন তিনি। মঞ্চে অ্যাকাডেমিকে ধন্যবাদ জানালেন কৃষ্ণাঙ্গ শিল্পীকে সম্মান জানানোর জন্য। মনোনয়ন পেয়েছিলেন মেরি জফরেস (ব্যাবিলন) এবং ক্যাথরিন মার্টিন (এলভিস)-এ মতো শিল্পী।

সেরা মেকআপ

সেরা চুল ও মেকআপের জন্য অস্কার পেল ‘দ্য হোয়েল’।

সেরা সহ-অভিনেত্রী

মঞ্চে বক্তব্য রাখলেন জ্যামি লি কার্টিস। ‘এভরিথিং এভরিওয়ের অল অ্যাট ওয়ানস’-এর জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন। এই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন অ্যাঞ্জেলা বেসেট (ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার), হং চাউ (দ্য হোয়েল) এবং স্টেফানি সু (এভরিথিং এভরিওয়ের অল অ্যাট ওয়ানস)-এ মতো অভিনেত্রীরা। পুরস্কার জিতে নিলেন জ্যামি লি কার্টিস।

সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম

‘অ্যান আইরিশ গুডবাই’ সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্মের জন্য অস্কার জিতে নিল। মনোনয়ন ছিল ‘ইভালু’, ‘লে পুপিলে’, ‘নাইট রাইড’ এবং ‘দ্য রেড সুটকেস’-এ মতো ছবির।

সেরা অ্যানিমেটেড ফিচার

অ্যানিমেটেড ফিচার ফিল্মের পুরস্কার জিতে নিল গিলারমো দেল তোরোর ‘পিনোকিও’ । এটি দিয়েই শুরু হয় অস্কারের পুরস্কার ঘোষণা।

ছবিঃ সংগৃহীত