France: ফ্রান্সে বিতর্কিত পেনশন বিল অনুমোদন, বিক্ষোভের মধ্যেই

Published By: Khabar India Online | Published On:

অবসরের বয়সসীমা বৃদ্ধিতে অনুমোদন দিলো সিনেট ফ্রান্সে বিক্ষোভ-আন্দোলন স্বত্ত্বেও। শিগগিরই সেটি আইনে পরিণত করবে ফরাসি পার্লামেন্ট। শনিবার গভীর রাত পর্যন্ত ভোটাভুটিতে অংশ নেন আইনপ্রণেতারা। পেনশন সংস্কার প্রস্তাবের পক্ষে সমর্থন দেন ১৯৫ সিনেটর। বিপক্ষে ছিলেন ১১২ জন।

সাধারণ ভোটের পর প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন টুইটারে বলেন, কয়েকশ ঘণ্টার আলোচনা শেষে সিনেট পেনশন সংস্কার পরিকল্পনা গ্রহণ করেছে। ভবিষ্যতে আমাদের পেনশন ব্যবস্থা নিশ্চিতে এটি প্রধান পদক্ষেপ।

আরও পড়ুন -  African Union summit: ইসরায়েলি প্রতিনিধিদল শীর্ষ সম্মেলন থেকে বহিষ্কৃত

তিনি বলেন, তিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যে, এসব লিখিত বিষয় ভবিষ্যতে গৃহীত হবে।

মূলত অবসরের বয়সসীমা ৬২ থেকে ৬৪ বছর করার প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। তাতে বাঁচানো সম্ভব বিশাল অংকের বাজেট। সেটিই মানতে নারাজ সাধারণ ফরাসিরা। শনিবারও রাজধানীসহ গুরুত্বপূর্ণ শহরগুলোয় বিক্ষোভ করেন তিন লাখ ৬৮ হাজারের বেশি মানুষ। অগ্নিসংযোগ-ভাঙচুর চালানোয় অন্তত ৩২ জন আটক হন।

আরও পড়ুন -  Mobile Towers: শান্তি কলোনিতে মোবাইলের টাওয়ার বসানো নিয়ে অশান্তি

আগামী বুধবার গৃহীত বিলটি পর্যবেক্ষণ করবে পার্লামেন্টের যৌথ কমিটি। এমপিরা সন্তোষ প্রকাশ করলে বৃহস্পতিবার হবে চূড়ান্ত ভোট। ধারণা করা হচ্ছে, নিম্নকক্ষে বিলটি বিরোধীতার মুখে পড়তে পারে। কেননা, সেখানে প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ জোট সংখ্যালঘু।

আরও পড়ুন -  French President Macron: ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, আবার চড় খেলেন, ভিডিও ভাইরাল

সূত্রঃ ফ্রান্স২৪। ছবিঃ সংগৃহীত