New Garia-Airport Metro: আন্ডারগ্রাউন্ড টানেল তৈরির কাজ শুরু হল, এয়ারপোর্ট মেট্রো কবে থেকে চালু হবে?

Published By: Khabar India Online | Published On:

নিউ গড়িয়া থেকে বিমানবন্দরের মেট্রো আরও একটি ছোট ধাপ ফেলল। মেট্রো করিডরের আন্ডারগ্রাউন্ড টানেল নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু করে দিল রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড।

সংস্থা কর্তাদের আশা, আন্ডারগ্রাউন্ড টানেলের কাজ চলতি বছরের মধ্যেই শেষ হয়ে যাবে। ২০২৪ সালের মধ্যে পুরোপুরি ভাবে তৈরি হয়ে যাবে সিটি সেন্টার টু থেকে বিমানবন্দর পর্যন্ত অংশ। তারপরে বাকি অংশের কাজ চলবে।

নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো প্রকল্পের বেশিরভাগটা মাটির উপর দিয়ে যাবে। মাটির উপরে মোট ২৪টি স্টেশন রয়েছে, মাত্র ৮০০ মিটার অংশ মাটির নিচ দিয়ে যাবে। ওই অংশের জন্য কাজ শুরু হলো।

আরও পড়ুন -  Bangladesh-India Match: কোহলিরা এখন ঢাকায়, ওয়ানডে-টেস্ট সিরিজ খেলতে

এই আন্ডারগ্রাউন্ড টানেল নির্মাণের জন্য টানের বোরিং মেশিন ব্যবহার করা হবে না। পরিবর্তে কাট এন্ড কভার টানেলিং এর মাধ্যমে এই আন্ডারগ্রাউন্ড টানেল তৈরি করা হবে। আন্ডারগ্রাউন্ড টানেল তৈরি করতে আগামী আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে সংস্থা।

আগামী দু মাসের শেষ করে চলতি বছরের ডিসেম্বর মাসে এই টানের পুরোপুরি তৈরি হয়ে যাবে বলে জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। ২০২৪ সাল থেকে সিটি সেন্টার ২ থেকে বিমানবন্দর পর্যন্ত অংশ পুরোপুরি চালু করা সম্ভব হবে।

আরও পড়ুন -  Knock Out Stage: কার বিরুদ্ধে কে খেলবে? নক আউট পর্বে

পুরো নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো চালু করতে এখনো কতটা সময় লাগবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। প্রাথমিকভাবে চলতি মাসে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার অংশে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরু করা হবে। ধাপে ধাপে এই মেট্রো এগিয়ে আসবে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, জমি হস্তান্তর সংক্রান্ত নানারকম জটের কারণে বারবার আটকে গিয়েছে মেট্রো কর্তৃপক্ষের কাজ। জমি জট কাটাতে পারলে শীঘ্রই চালু হয়ে যাবে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো করিডর।

আরও পড়ুন -  East West Metro: জোর কদমে শুরু মেট্রোর কাজ ওয়েলিংটন-বউবাজার এলাকায়, ৮ মাসের জন্য বন্ধ যান চলাচল

মেট্রো কর্তৃপক্ষের আশা, নিউ গড়িয়াতে যেমন দুটি মেট্রো লাইনের মিলনস্থল হয়েছে, তেমনি হতে চলেছে বিমানবন্দর মেট্রো। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত চলবে মেট্রো। অপরদিকে নোয়াপাড়া থেকে বিমানবন্দরের দিকে মেট্রো আসবে। মেট্রো জংশন হয়ে উঠবে বিমানবন্দর।