নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ হোলি বাজারে রং এর পসোরা নিয়ে হাজির ব্যবসায়ীরা। আগামীকাল হোলির উৎসবে মাতবে গোটা জলপাইগুড়িবাসী। তাই শেষ পর্যায়ে হোলির সামগ্রী কেনা কাটার জন্য ব্যস্ত শহরবাসী। বিক্রি হচ্ছে নানান রকমারি রং থেকে পিচকারী,মুখোস,টুপি এবং গেঞ্জি সহ আরো বিভিন্ন জিনিসপত্র।গত দুই বছর করোনার জন্য তেমন ভাবে বাজার জমাতে পারেনি বিক্রেতারা। সেই দিনকে ভুলে গেছে মানুষ। তাই এই বছর দেদার হোলির রকমারি জিনিস বিক্রি হচ্ছে বাজারে। ব্যবসা দারুন বলে মনে করছেন ব্যবসায়ীরা।
আরও পড়ুন - Bhojpuri Video: নিরহুয়া এতটাই আকুল হলেন আম্রপালির প্রেম পাওয়ার জন্য, সব সীমা ভেঙে দিলেন