সেই দোলে প্রেমের নাচিতে আমার কবিতা

Published By: Khabar India Online | Published On:

দোল আসছে সেই আকাশে,
তার সাথে এসেছে প্রেমের মাধুরী।
মন আনন্দে ভরা, প্রেমে আবরণিত,
দোল উৎসবে প্রকাশ করে সৌরভে।

প্রেমের বিনোদন বাজারে আছে,
প্রেমের সব রঙ উঠে আসছে।
ভরা আছে সব কথার মধুরতা,
প্রেমের স্বপ্ন একটু হাসিতে ছিলো আজ।

আরও পড়ুন -  বিশাল আকৃতির ষাঁড় গাড়ির উপরে! পুলিশ এসে কি করলেন দেখে নিন (Viral Video)

দোল উৎসব শুভেচ্ছা জানাই,
তোমাদের সবার প্রেম ফুটুক পুরাই।
হৃদয়ে প্রেমের স্বপ্ন রঙিন হোক,
আপনার সব স্বপ্ন সত্য হোক।

সেই দোলে হাস্য ঝকিমকি,
প্রেমের মধু করে পাগল সবাই।
প্রেম এক বাইরে আরেকটি ভেতরে,
দোলের পাখির সঙ্গে নাচে সবাই।

আরও পড়ুন -  Spring Festival: বসন্ত উৎসব মিলে মন উল্লাসে...

আকাশ হল সেই দোলের মাঠ,
মেঘের সাথে হাসি মিশে উঠছে সবাই।
প্রেমের কথা আছে সেই মাঝে,
মনের ভালোবাসার পাখি উড়ে যায় নাই।

দোল উৎসবে সবার পাশে আছি,
হৃদয়ে প্রেমের স্বপ্ন নিয়ে হাসি।
প্রেমের মাধুরী ছড়িয়ে দিন সবার উপরে,
সবাই নাচছে মেলে মেলে সেই দোলের সঙ্গে।

আরও পড়ুন -  Gun Attack: ৮ ইসরায়েলি আহত বন্দুক হামলায়, জেরুজালেমে