বিহার সরকার নির্দেশ দিল, আপনার প্রিয় সব ভোজপুরি গান বন্ধ হয়ে যাবে

Published By: Khabar India Online | Published On:

এখন ভোজপুরি গান সবথেকে জনপ্রিয় কয়েকটি ভারতীয় সংগীতের মধ্যে একটি হয়ে উঠেছে। যে কোন অনুষ্ঠানেই আজকাল ভোজপুরি গান বাজনা শুনতে পাই।

বড় কথা যে কোন পার্টিতে এই ধরনের গান একেবারে মাস্ট। অনেক অনুষ্ঠানে আমরা ভোজপুরি গান শুনে থাকি ও অনেকেই এই ভোজপুরি গানের সঙ্গে নাচ করে মঞ্চ মাতিয়ে রাখেন।

ভোজপুরি অনেক তারকা এমন রয়েছেন যারা বলিউড তারকাদের থেকেও অনেক বেশি জনপ্রিয়। যেমন আছেন নিরাহুয়া, তেমনি রয়েছেন খেসারি লাল যাদব ও রবি কিসান এর মতো তারকারা।

আরও পড়ুন -  শ্রীদেবী, তাঁর দুই মেয়েকে অন্তর্বাস পরতে মানা করতেন কেন? অভিনেত্রীর এই যুক্তি ছিল!

এই ভোজপুরি গানের মধ্যে বেশ কিছু গানের মধ্যে থাকে দ্বৈত অর্থ। এই ধরনের গানগুলো অনেক ক্ষেত্রেই অনেক সময়েই এমন কিছু অর্থবহ হয়ে যায়, যা হয়ত সকলের জন্য ঠিক নয়।

এই ধরনের ভিডিও অনেক ক্ষেত্রে সমাজের জন্যেও ঠিক নয়। তাই সেই গানের উপরে ব্যান নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার। এবারে হয়তো এই ধরনের গান ইউটিউব থেকেও সরে যাবে আপনার প্রিয় গান

আরও পড়ুন -  গভীর রোম্যান্স করলেন নিরহুয়া, রুম বন্ধ করে পত্নী আম্রপালি দুবের সঙ্গে, ভিডিও ভাইরাল

বিহার সরকার এবারে দ্বৈত অর্থের ভোজপুরি গান ও অশ্লীল মিউজিক ভিডিওগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। বিধানসভায় ভাষণ দিতে গিয়ে একথা জানিয়েছেন পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী বিজেন্দ্র প্রসাদ যাদব। তিনি বলেছেন যে, পুলিশকে ভোজপুরি গানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরও পড়ুন -  Bhojpuri Song: অক্ষরা লুকিয়ে দেখলেন, পবন সিং ও মোনালিসার রোমান্স, ভাইরাল ভিডিও

এই গান প্রায়শই সামাজিক অবনমন ও সহিংসতার প্রচার করে। যারা এ ধরনের গান ও ভিডিও করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।