Dog: জীবিত কুকুর উদ্ধার ভূমিকম্পের তিন সপ্তাহ পর, তুরস্কে ভূমিকম্পের ধ্বংস্তূপ

Published By: Khabar India Online | Published On:

তুরস্কের বেশ কিছু অঞ্চল ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে। কিন্তু এতো হতাশার মাঝেও এসেছে ‘অলৌকিকভাবে’ জীবিত উদ্ধারের নানা গল্প। হাতায় প্রদেশের আনতাকিয়া জেলার একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে এবার একটি কুকুরকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

স্থানীয় মিডিয়ার তথ্য অনুযায়ী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

আরও পড়ুন -  ৫.১ বিলিয়ন ডলারের ক্ষতি ভূমিকম্পে সিরিয়ায়ঃ World Bank

একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধসে পড়া ওই ভবনের নিচে প্রবেশ করে অনুসন্ধান চালানোর সময় কুকুরটির আওয়াজ পায়। তখন তারা কুকুরটিকে উদ্ধার করে। কুকুরটিকে জল পান করতে দেয়া হয়।

এ ঘটনাকে ‘অলৌকিক’ অভিহিত করে এক উদ্ধারকারী বলেন, প্রত্যেক জীবিতই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সে মানুষ হোক বা প্রাণী। আগে ভূমিকম্পের ২১ দিন পর একটি ঘোড়া জীবিত উদ্ধার করা হয়।

আরও পড়ুন -  Morocco-Earthquake: মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে, নিহতের সংখ্যা ২৮০০ ছাড়াল

ভূমিকম্পের তিন সপ্তাহ পর গত সোমবার আদিয়ামান প্রদেশের একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে ঘোড়াটিকে বের করে আনেন উদ্ধারকর্মীরা। বুধবার এ খবর জানায় ইয়াহু নিউজ।

গত মাসের শুরুর দিকে তুরস্ক এবং সিরিয়ার সীমান্ত অঞ্চলে পরপর দুটি বড় ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭.৮ এবং ৭.৬।

আরও পড়ুন -  Bhojpuri Video: ভাইরাল ভোজপুরি গান, ‘করিহা কোঠারিয়া মে পেয়ার’

ছবিঃ সংগৃহীত