Vladimir Putin: বিদেশি শব্দ নিষিদ্ধ করলেন পুতিন, রাষ্ট্রীয় নথিপত্রে

Published By: Khabar India Online | Published On:

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় নথিপত্রে বিদেশি শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞার জারি করেছেন।

মঙ্গলবার ২০০৫ সালে প্রণীত একটি আইনে সংশোধনী এনে এ নির্দেশ জারি করেন তিনি।
রাষ্ট্রীয় ওয়েবসাইটে সংশোধনীর উদ্দেশ্যে উল্লেখ করা হয়েছে, এ উদ্যোগ রুশ ভাষার সংরক্ষণে নতুন মাত্রা যুক্ত করবে। সাথে বিশ্বের দরবারে রুশ ভাষার আলাদা অবস্থান তৈরিতে সাহায্য করবে।

আরও পড়ুন -  Sheikh Hasina: বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংশোধিত আইনের ভাষ্য হলো, রাশিয়ায় রাষ্ট্রীয় নথিপত্রে কেবল রুশ ভাষাই ব্যবহার করতে হবে। তাতে এমন কোনো বিদেশি শব্দ বা বাক্য ব্যবহার করা যাবে না। যেগুলো রুশ ভাষায় সর্বজন বিদিত নয়।

আরও পড়ুন -  ‘উলঙ্ঘন’, ওয়েব সিরিজটি দেখার আগে বন্ধ করুন দরজা, প্রতি মুহূর্তে আছে অন্তরঙ্গ দৃশ্য

আইনে আরো বলা হয়েছে, অচিরেই রুশ ভাষার সাথে ব্যবহারযোগ্য বিদেশি শব্দাবলীর তালিকা প্রকাশ করা হবে। বিদেশি শব্দের ব্যবহারে কোনো সাজার সম্মুখীন হতে হবে কিনা, ওই বিষয়ে সংশোধিত আইনে কিছু বলা হয়নি।

আরও পড়ুন -  সন্তানের সঙ্গে মায়ের কিংবা মায়ের সাথে সন্তানের যে এক নারীর টান সেই টানই...

গতবছর ইউক্রেন যুদ্ধের পর থেকেই পুতিন বলে আসছেন, তিনি রাশিয়াকে দুর্নীতিগ্রস্ত পশ্চিমাদের কবল থেকে রক্ষা করতে চান। তিনি বলেন, পশ্চিমারা রাশিয়াকে ভেঙে টুকরো টুকরো করে ফেলতে চায়।

সূত্রঃ তাস নিউজ, ইন্ডিপেন্ডেন্ট।  ছবিঃ সংগৃহীত