সানি দেওলের সঙ্গে সালমানের তুমুল ঝামেলা, একে অপরের মুখ দেখতে পছন্দ করেন না, আসল কারণ

Published By: Khabar India Online | Published On:

৯০ দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা বলিউডের ভাইজান সালমান খান। শুরুর সময় থেকে এখনো পর্যন্ত দর্শকদের একাধিক হিট উপহার দিয়ে যাচ্ছেন।

পর্দায় তার এক ঝলক পেতে অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন ভক্তমহল। মিডিয়ার পাতায় কারণে অকারণে প্রায়ই চর্চায় থাকেন ভাইজান। সম্প্রতি নিজের অভিনয়ের সূত্র ধরে নয় একেবারে একটি ভিন্ন কারণে একাংশের মাঝে চর্চিত হচ্ছেন তিনি।

অপরদিকে,সানি দেওল ৮০ এবং ৯০ দশকের আরো এক জনপ্রিয় অ্যাকশন হিরো। পর্দায় তার উপস্থিতি পছন্দ দর্শকমহলের একাংশের। শুরু থেকেই সাধারণের মাঝে তিনি অ্যাংরি ইয়াং ম্যান। শুধুমাত্র পর্দায় নয়, শোনা যায় বাস্তব জীবনেও তিনি যথেষ্ট রাগী।

আরও পড়ুন -  সুইয়াশ ও কিশওয়ার-এর পুত্রসন্তানের ছবি ভাইরাল হয়েছে, চল্লিশে প্রথম সন্তানের মা হলেন

যখন তখন রেগে যান তিনি। একবার রাগের মাথায় কোন এক কারণে এক যুবককে রীতিমতো ধাওয়া করেছিলেন খোলা রাস্তার মাঝেই। একথা প্রকাশ্যে স্বীকার করেছেন ভাইজান নিজেও। এই সালমান খানকেই একেবারে সহ্য করতে পারেন না সানি দেওল। কি কারণ রয়েছে তার পেছনে?

আরও পড়ুন -  অপরিচিত ব্যক্তির সাথে সময় কাটাচ্ছেন শেহনাজ, সালমান খানকে ছেড়ে, ভাইরাল ছবি

‘জিৎ’ ছবিতে সানি দেওলের সাথে অভিনয় করতে দেখা গিয়েছিল বলিউডের ভাইজান অর্থাৎ সালমান খানকে।  তাদের যুগ্ম উপস্থিতি বেজায় নজর কেড়েছিল দর্শকমহলের। সেইসময় থেকেই সালমান খানকে নাকি বিশেষ পছন্দ করতেন না ধর্মেন্দ্র পুত্র সানি দেওল। ধর্মেন্দ্রর সাথে ভাইজানের সম্পর্ক নেহাত খারাপ নয়। অভিনেতার সাথে পর্দাতেও দেখা মিলেছে সালমান খানের।

আরও পড়ুন -  শোভারানি মজুমদারের মৃত্যুর ঘটনায় সাংবাদিক বৈঠক

বিভিন্ন অনুষ্ঠানে একে অপরের প্রশংসাও করেছেন তারা। তবে নাকি কোন অনুষ্ঠানেই একে অপরের প্রশংসা করতে দেখা যায়নি সালমান এবং সানিকে। সেই নিয়েই এখন চর্চা। সালমান খান এবং সানি দেওল দুজনেই দুজনকে শিল্পী হিসেবে যথেষ্ট সম্মান করেন। এমনকি বলিউডের ভাইজানকে নিজের ছোট ভাই হিসেবেই দেখেন সানি দেওল।