Nusrat-Mika: মিকা সিং, নুসরাতের প্রেমে ‘পাগল’, গায়ককে ‘প্রেম’ পাঠালেন নায়িকা, ভিডিও শেয়ার করে

Published By: Khabar India Online | Published On:

জনপ্রিয় প্রথম সারির গায়ক হলেন মিকা সিং।   যেকোনো ধরনের গান গাইতে সাবলীল। তার গানের অনুরাগীর সংখ্যা অসংখ্য।

গোটা বিশ্বের মঞ্চে পরিচিতি রয়েছে তার। বাংলার মানুষের সাথে একটু আলাদাই খাতিরদাড়ি রয়েছে গায়কের।

উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে বসিরহাটের মানুষের মন জয় করে নিয়েছেন। সেই সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টলিউডের অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহান স্বহৃদয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালোবাসা জানিয়েছেন মিকা সিংকে। সেই ঝলকের সূত্র ধরেই আপাতত একাংশের মাঝে চর্চিত তৃণমূল সাংসদ।

আরও পড়ুন -  Nusrat Jahan: নুসরাত জাহান বিতর্কে আবার

বসিরহাটে মিকা সিংয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং নুসরাত জাহান। তাকে উপস্থিত থাকতে দেখে মঞ্চ থেকে গায়কও এমন ফিট সংসদকে ডেকে নিয়েছিলেন মঞ্চে‌। এরপর তাকে মঞ্চে পেয়ে ছাড়তে চাইছিলেন না কেউই।

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

সকলের মন রাখতেই এদিন নিজের ছবি ‘খোকা ৪২০’এর গানে মেতে উঠেছিলেন অভিনেত্রী সাংসদ। স্বয়ং মিকা সিং ‘ম্যাড আই অ্যাম ম্যাড’ গানটি গেয়েছিলেন। সেই গানের তালেই তাল মিলিয়ে ছিলেন অভিনেত্রী-সাংসদ। সেই ঝলকের সূত্র ধরেই একাংশের মাঝে চর্চায় নুসরাত।

আরও পড়ুন -  প্রস্তুত শুভেন্দু, মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে ছাড়বে

অনুষ্ঠানের কিছু ঝলক শেয়ার করে নিয়েই গায়ককে স্বহৃদয়ে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। তার গান শুনে যে এদিন সমগ্র বসিরহাটের মানুষ আনন্দিত হয়েছেন, জানিয়েছেন ক্যাপশনের মাধ্যমে। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন সমগ্র বসিরহাটের মানুষদেরও।

আরও পড়ুন -  ভারতের বাজারে আসছে মারুতির WagonR নতুন অবতারে, টক্কর দেবে Tata Punch-কে