ভারতীয় ফুটবলে ইন্দ্রপতন, কিংবদন্তি বলরাম প্রয়াত

Published By: Khabar India Online | Published On:

শিখা দেব, কলকাতাঃ   ভারতীয় ফুটবলে ইন্দ্রপতন কিংবদন্তি বলরাম প্রয়াত।

ভারতীয় ফুটবলে আবার ইন্দ্রপতন। কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরাম চলে গেলেন । বয়স হয়েছিল ৮৭ বছর। অকৃতদার বলরাম বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।

আরও পড়ুন -  পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ, অধ্যাপিকা মোনালিসা দাসের নামে দশটি ফ্ল্যাটের হদিস

ভারতীয় ফুটবলে শিব ব্রহ্মা মহেশ্বর বলতেই চুনী,বলরাম আর পিকে ছিলেন। ভারতীয় ফুটবলে তাঁর অবদান একটা ইতিহাস। অলিম্পিক গেমসে ভারতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। অর্জুন পুরস্কার পেলেও পদ্মশ্রী না পাওয়ায় একটা আক্ষেপ ছিল। ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে একটা নাড়ির টান ছিল। ক্লাবে প্রচুর ট্রফি এসেছে তাঁর গোল থেকে। কিন্তু সেই ক্লাবের কর্মকর্তারা পরবর্তী সময় বলরামের প্রতি ভালো ব্যবহার করেন নি। তাই অভিমানী বলরাম ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখতেন না। তিনি দেহদান করেন। কিন্তু তা সম্ভব হচ্ছে না। হায়দরাবাদ থেকে কলকাতায় খেলতে এসে পুরোপুরি বাংলার মানুষ হয়ে যান। বলরামের প্রয়াণে ভারতীয় ফুটবল জগতে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন -  বড়সড় সাফল্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের

সৌজন্যে।