New Zealand: নিউজিল্যান্ডে ভূমিকম্পের আঘাত, ঘূর্ণিঝড়ের পরে

Published By: Khabar India Online | Published On:

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ১। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত করে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ‘ভীতিকর’ এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী ওয়েলিংটনের ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত পারাপারুমুরতে। মাটির প্রায় ৭৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়।

আরও পড়ুন -  Weather Update: আসছে ঘূর্ণিঝড় রিমাল! জারি লাল সতর্কতা

ভূমিকম্পটিকে শক্তিশালী হিসেবে অভিহিত করেছে জিওনেট। ভূমিকম্পটি শুরু হয় তীব্র ঝাঁকুনির মাধ্যমে। এটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল। জিওনেট এর মতে, নিউজিল্যান্ডের উত্তর এবং দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোর প্রায় ৬০ হাজার বাসিন্দা এ কম্পন টের পান। তাদের মধ্যে ২৩ হাজার হালকা, ৫ হাজার কম শক্তিশালী ভূমিকম্প অনূভব করে বলে জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ।

আরও পড়ুন -  যশ এর নায়িকা নুসরাত ফারিয়া

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

আগে নিউজিল্যান্ডে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলা। তাতে বাড়ি-ঘর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য জরুরি অবস্থাও জারি করা হয়। একদিন পর আবার ভূমিকম্পে কেঁপে ওঠল।

আরও পড়ুন -  Neel-Trina: গোয়ায় বেড়াতে গিয়ে ‘তৃনীল’ রোম্যান্টিক মুডে ধরা দিলেন, কাপল গোলে মজে অনুরাগীরা

ছবিঃ সংগৃহীত