Ankush and Srabanti: অঙ্কুশ বিয়ে করতে চান শ্রাবন্তীকে! ঐন্দ্রিলা’র কি হলো?

Published By: Khabar India Online | Published On:

কোকিল বলছে, এটা বসন্ত। বাতাসে প্রেমের হাওয়া রাত পোহালেই ভ্যালেন্টাইনস ডে। এরকমই এক প্রেমের দিনে ১৩ বছর আগে, ঐন্দ্রিলা সেনকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন অঙ্কুশ। সেই সময় দুজনেই ইন্ডাস্ট্রিতে প্রায় নতুন। এরপর পেরিয়ে গেছে এক যুগেরও বেশি সময়। ভালো খারাপ সময়ে একে অপরের পাশে থাকতে দেখা গেছে তাদের। তবে ১৩ বছরের প্রেমকে বিয়ের সিলমোহর কেন দিচ্ছেন না দুই তারকা? এই প্রশ্ন যেমন রয়েছে অনুরাগীদের মনে, তেমনই রয়েছে ইন্ডাস্ট্রির অন্দরেও।

শনিবার অঙ্কুশ ফেসবুকে ঐন্দ্রিলার ঠোঁটে-ঠোঁট রেখে একটি ছবি পোস্ট করেন। প্রেমিকার জন্য নায়ক লেখেন,’কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড়ো উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।’ অঙ্কুশ প্রায়শই ঐন্দ্রিলাকে নিয়ে নানা মজার পোস্ট করে মাতিয়ে দেন সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুন -  Hilsa Price; বর্ষার বাজারেও সরবরাহ কমে যাওয়ায় ইলিশের দাম বেড়েছে

সম্পর্কের গভীরতা বুঝিয়ে দেয়ার সঙ্গেই বলে দেন যে, তার জীবনে ঐন্দ্রিলার চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না। বিশেষ কোন কারণে তাদের বিয়ে হচ্ছে না তা নিয়ে শুরু হয়েছিল নানা জল্পনা।

আরও পড়ুন -  Chief Justice of India: ৫০ তম প্রধান বিচারপতি পদে চন্দ্রচূড়ের শপথ

এরপর কয়েকটি ভিডিও পোস্ট করেন দুই তারকা। একটি ভিডিওতে দেখা যায় যে, শ্রাবন্তী অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে ফোনে ভিডিয়ো বার্তার মাধ্যমে জিজ্ঞেস করছেন যে, কেন এখনও বিয়ে করছেন তারা। তখন অঙ্কুশ বলেন, ‘শ্রাবন্তীর আমার অবিবাহিত থাকায় এতো সমস্যা হলে শ্রাবন্তীই আমাকে বিয়ে করে নিক, আমার কোনও সমস্যা নেই।’ এই কথা বলামাত্রই ঐন্দ্রিলার ভয়ে ঘর ছেড়ে পালায় অঙ্কুশ। সবটাই চলছে প্রচার। কিন্তু কিসের প্রচার, সেটাই বোঝা যাচ্ছে না।

আরও পড়ুন -  মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভেতরে মারুতি গাড়ি !

আগামী ১৪ ফেব্রুয়ারি সেই রহস্যই খোলসা হবে।  শ্রাবন্তী ছাড়াও অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে এই প্রশ্ন করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, তৃণা সাহা এবং সন্দীপ্তা সেন। সবারই বক্তব্য, তাদের সম্পর্কের কথা সকলেই জানে, সর্বত্র তাদের একসঙ্গে দেখা যায়, এমনকী তারা থাকেনও একসঙ্গে, তাহলে কেন বিয়ে করছেন না তারা? কমেন্ট বক্সে অনুরাগীরা অনেকেই তাদের অনুমানের কথা লিখছেন।

ফাইল ছবি